Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

madhyamik exam 2024

Madhyamik Exam 2024 : উত্তরপাড়ায় ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধৃত ছাত্র!

আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এ বছর প্রায় ১০ লক্ষের কাছাকাছি পড়ুয়া পরীক্ষা দিচ্ছে। এমনকী, প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু, এত কড়াকড়ির পরও পরীক্ষার প্রথম দিনেই ধরা পড়ল এক ছাত্র। ঘটনাটি উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের।

উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের এক ছাত্র আজ পরীক্ষা দিতে যায় ভদ্রকালী উচ্চবিদ্যালয় মঞ্চ নামে এক স্কুলে। অভিযোগ, সেখানেই অন্যের অ্যাডমিটের জেরক্স নিয়ে পরীক্ষা দিতে যায় সে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগেই ধরা পরে ছাত্রটি। জানা গিয়েছে, ওই ছাত্র দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় পাশ করেনি। যার ফলে সে অ্যাডমিট পায়নি। যদিও আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায় সে। পরীক্ষা কেন্দ্রে গিয়ে সে দেখায় রোল নম্বরের জায়গায় দাগ দেওয়া ছিল। এরপরই অ্যাডমিট চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারীকদেরও জানানো হয় গোটা বিষয়টি। ভদ্রকালী স্কুলে এসে তাঁরা ছাত্রের সঙ্গে কথা বলেন। অ্যাডমিট কার্ডটি পরীক্ষা করে দেখেন তাঁরা। এরপরই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রটিকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

এই ঘটনা প্রসঙ্গে অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন, "ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল। স্বাভাবিক ভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা না। তাই ওকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।" হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ বলেন, "ওই ছাত্র টেস্টে পাশ করেনি। তাই তার অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি।"

উল্লেখ্য, চলতি বছর পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ১২টার পরিবর্তে পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে। তার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে পর্ষদের তরফে। প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের পাশে রয়েছে একটি করে QR কোড। যখন কেউ প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করবে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে ও তার পরীক্ষা বাতিল করা হবে। এছাড়াও পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ করা হচ্ছে। কোনও পরীক্ষার্থী জলের বোতল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কিন্তু, তারপরও নিয়মের তোয়াক্কা না করে অন্যের অ্যাডমিট নিয়ে সোজা পরীক্ষাকেন্দ্রে গিয়ে হাজির হয় অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র।

Maitreyi Mukherjee | 18:11 PM, Fri Feb 02, 2024

Madhyamik Exam 2024 : এবার মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ পদক্ষেপ পর্ষদের

আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছে প্রায় ৯ লক্ষ ২৩ হাজার ছাত্রছাত্রী। এ বছর প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে নতুন ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের মধ্যে থাকবে ‘ম্যাজিক নম্বর’ বা ইউনিক আইডি (Magic Number)। এই নম্বর প্রশ্নপত্রের প্রতিটি পাতায় লুকনো থাকবে। কেউ প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি থেকেই বোঝা যাবে কে সেই ছবিটি তুলেছে। ছবি তোলার পর কেউ যদি ধরা পড়ে, তাহলে এই বছরের জন্য ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে। এ বছর ২ হাজার ৬৭৫টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯ টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১টায়।

পরীক্ষা শুরু হওয়ার আগে শুক্রবার ভোর থেকেই রাজ্যজুড়ে পরীক্ষার্থীদের সুবিধার জন্য বাস ও মেট্রো পরিষেবা চালু করা হয়। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এ বার অনেকটা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সেই কারণে বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। পরীক্ষার্থীদের সুবিধার্থে অন্যান্য দিনের চেয়ে পরিমাণে অনেক বেশি বাস নামে রাস্তায়। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম। শহর ও শহরতলীতে অন্যান্য দিন নির্দিষ্ট বাসস্ট্যান্ড থেকে ১০ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে।

তবে শুক্রবার সকাল থেকে বাস চলেছে স্বল্প সময়ের ব্যবধানে। সরকারি এবং বেসরকারি বাস পরিষেবায় কোনও ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এ বার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়ে দিল।পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে এগিয়ে এসেছে মেট্রোরেল ও ট্রেনও। অনেক শাখায় লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। বিশেষ পরিষেবা দিয়েছে মেট্রোও। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যে কোনও জিজ্ঞাস্য জানার পাশাপাশি, যেকোনও সমস্যার কথাও জানানো যাবে বিশেষ কন্ট্রোলরুম (Madhyamik Control Room) নম্বরে। হেল্পলাইন (Helpline) নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮।

এছাড়াও পর্ষদের তরফে https://wbbse.wb.gov.in- এই লিঙ্কটি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীরাই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সংমস্যার কথা জানাতে পারবেন। ইমেল (e mail) মারফত যোগাযোগের জন্যও একটি পৃথক ইমেল আইডিও পর্ষদের তরফে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও কোনও সমস্যায় পড়লে এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন।

Maitreyi Mukherjee | 13:30 PM, Fri Feb 02, 2024
upload
upload