Madhyamik Exam 2024 : উত্তরপাড়ায় ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধৃত ছাত্র!
আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এ বছর প্রায় ১০ লক্ষের কাছাকাছি পড়ুয়া পরীক্ষা দিচ্ছে। এমনকী, প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে একাধিক পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু, এত কড়াকড়ির পরও পরীক্ষার প্রথম দিনেই ধরা পড়ল এক ছাত্র। ঘটনাটি উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের।
উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের এক ছাত্র আজ পরীক্ষা দিতে যায় ভদ্রকালী উচ্চবিদ্যালয় মঞ্চ নামে এক স্কুলে। অভিযোগ, সেখানেই অন্যের অ্যাডমিটের জেরক্স নিয়ে পরীক্ষা দিতে যায় সে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগেই ধরা পরে ছাত্রটি। জানা গিয়েছে, ওই ছাত্র দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় পাশ করেনি। যার ফলে সে অ্যাডমিট পায়নি। যদিও আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায় সে। পরীক্ষা কেন্দ্রে গিয়ে সে দেখায় রোল নম্বরের জায়গায় দাগ দেওয়া ছিল। এরপরই অ্যাডমিট চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারীকদেরও জানানো হয় গোটা বিষয়টি। ভদ্রকালী স্কুলে এসে তাঁরা ছাত্রের সঙ্গে কথা বলেন। অ্যাডমিট কার্ডটি পরীক্ষা করে দেখেন তাঁরা। এরপরই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রটিকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
এই ঘটনা প্রসঙ্গে অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন, "ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল। স্বাভাবিক ভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা না। তাই ওকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।" হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ বলেন, "ওই ছাত্র টেস্টে পাশ করেনি। তাই তার অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি।"
উল্লেখ্য, চলতি বছর পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ১২টার পরিবর্তে পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে। তার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে পর্ষদের তরফে। প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের পাশে রয়েছে একটি করে QR কোড। যখন কেউ প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করবে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে ও তার পরীক্ষা বাতিল করা হবে। এছাড়াও পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ করা হচ্ছে। কোনও পরীক্ষার্থী জলের বোতল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কিন্তু, তারপরও নিয়মের তোয়াক্কা না করে অন্যের অ্যাডমিট নিয়ে সোজা পরীক্ষাকেন্দ্রে গিয়ে হাজির হয় অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র।
Trending Tag