Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Triveni Kumbh Mela 2023 : শর্তসাপেক্ষে সোমবার থেকে শুরু ত্রিবেণী কুম্ভমেলা
হুগলীর ত্রিবেণী কুম্ভমেলার খ্যাতি দেশজুড়ে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মেলা। শাহি স্নান ১৩ ফেব্রুয়ারি। তবে বিগত বছরের তুলনায় এবার মেলা বেশ ছোট করে করা হচ্ছে। সেই অনুযায়ী বুধবার ত্রিবেণীর কুম্ভমেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের। গত দু'বছর মাঘ সংক্রান্তিতে কুম্ভমেলা হয়েছিল ত্রিবেণীতে। এলাহাবাদে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও আছে। সেই সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভ হত বলে দাবী মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিত বলে জানান তাঁরা।
তবে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য মেলা আয়জন করার সরকারি অনুমতি মেলেনি প্রশাসন তরফে। তারপর থেকেই এই নিয়ে চাপানউতোর শুরু হয়। অবশেষে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে কুম্ভমেলার। মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে তার থেকে এক দিন পরে শুরু হবে মেলা। এমনকী বদলে গিয়েছে মেলার স্থান। ব্যবহার করা যাবে না লাউড স্পিকার। ৩৬ ডেসিবেল শব্দ মাত্রা বেঁধে দেওয়া হয়েছে। ১১ তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভমেলার সব রীতি নীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পরই।
পুণ্য স্নানের সময় বেলা ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত রাখা হয়েছে। তার মধ্যেই ভান্ডারার অনুষ্ঠানটিও করা হবে। এই বিষয়ে কুম্ভমেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখোপাধ্যায় বলেন, "প্রায় ৮ লক্ষ জন সমাগম হতে পারে। তবে আলাদা করে আর কোনও ব্যক্তিকে নিমন্ত্রণ করা হবে না। ডুমুরদা থেকে রাজাঘাট পর্যন্ত জায়গা নিয়ে মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই বছর কুম্ভ মেলা তিন দিনের বদলে হবে দেড় দিনের। মাধ্যমিক পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে যা অনুমতি মিলেছে সেই নিয়েই হবে মেলা। ১১ তারিখের বদলে ১২তারিখ বিকেল থেকে শুরু হচ্ছে কুম্ভ। গত দুইবছরের তুলনায় এই বছর একটু ছোট করে মেলার আয়োজন করা হচ্ছে। ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও থাকছে।"
বাঁশবেড়িয়া পুরসভার উপ-পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় বলেন, "মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে কুম্ভমেলা বন্ধের কথা বলেছিল প্রশাসন। কিন্তু, ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মৌখিকভাবে ছোটো করে মেলা করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি গতবছরের মতো শৌচালয় নিয়ে যাতে কোনও রকম অসুবিধে না হয় তার জন্য মেলা কর্তৃপক্ষ থেকে বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরসভা থেকে পরিচ্ছন্নতার বিষয়টা দেখতে বলা হয়েছে। পানীয় জল পুরসভা দেবে। কথা মেনে সবটা করলে পুরসভা সাহায্য করবে।"
২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার ভাতার হাইস্কুলের অর্জুন মাঝি নামে এক ছাত্রকে রবিবার রাতে একটি সাপ কামড়ায়। সেই সময় বাড়িতেই ছিল সে। এরপর পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি ভর্তি করে ভাতার ব্লক হাসপাতালে। তবে পরীক্ষার আগে এতবড় দুর্ঘটনা ঘটে গেলেও তার মনোবল একটু ভাঙেনি। হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল সে।
চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ অর্জুন। তার পরীক্ষা কেন্দ্র ছিল বড়বেলুন হাইস্কুলে। ওই স্কুলেরই শিক্ষক দেবাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে হাসপাতালে পরীক্ষা দেয় ছাত্রটি। তিনি জানান, ছেলেটি এখন একটু ভালো আছে। তবে তাকে কবে ছাড়া হবে সেটা ডাক্তার জানাননি। ছাত্রের বাবা উৎপল মাঝি গর্বের সঙ্গে বলেন, “সাপে কামড়ানোর পর অনেকেই আধমরা হয়ে যায়। তবে আমার ছেলে নার্ভাস হয়নি, পরীক্ষা দেবে বলে ঠিক করেছিল সেটাই করছে”। তার সাহসের প্রশংসা করেছেন শিক্ষক থেকে স্থানীয়রা সবাই।
এদিন আরও একটি ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার জানাপুল হাইস্কুলে। পরীক্ষার হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর কিছু মুহূর্ত আগেই অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তড়িঘড়ি পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশের তৎপরতায় তাকে নিয়ে যাওয়া হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। তারপর কিছুটা সুস্থ হলে হাসপাতালেই ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে,গোবরডাঙার বেড়গুম হাইস্কুলের এই ছাত্রীর সিট পড়েছিল জানাপুল হাইস্কুলে। তার নাম পায়েল চৌধুরী। বাড়ি কৃষ্ণনগরে। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত চিন্তা ও বদহজমের কারণে তার জ্ঞান হারিয়ে গিয়েছিল। যদিও এখন সে ভালো আছে।
এই বছর প্রায় ১০ লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। এবার পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। সকাল ৯টা বেজে ৪৫ মিনিট থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের পাশে থাকছে একটি করে QR কোড ,যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করে তাহলে সে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। তার পরীক্ষাও বাতিল করবে বলে জানিয়েছে পর্ষদ। এই বছর পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করতে হবে। সরকারি ও বেসরকারি বাস সংগঠনগুলো পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষ বাস পরিষেবা চালু করেছে। বেশ কিছু জায়গায় পুলিশ, কিছু স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ফুল, পেন, বোর্ড ইত্যাদি দেওয়া হচ্ছে।