Triveni Kumbh Mela 2023 : শর্তসাপেক্ষে সোমবার থেকে শুরু ত্রিবেণী কুম্ভমেলা
হুগলীর ত্রিবেণী কুম্ভমেলার খ্যাতি দেশজুড়ে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মেলা। শাহি স্নান ১৩ ফেব্রুয়ারি। তবে বিগত বছরের তুলনায় এবার মেলা বেশ ছোট করে করা হচ্ছে। সেই অনুযায়ী বুধবার ত্রিবেণীর কুম্ভমেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের। গত দু'বছর মাঘ সংক্রান্তিতে কুম্ভমেলা হয়েছিল ত্রিবেণীতে। এলাহাবাদে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও আছে। সেই সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভ হত বলে দাবী মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিত বলে জানান তাঁরা।
তবে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য মেলা আয়জন করার সরকারি অনুমতি মেলেনি প্রশাসন তরফে। তারপর থেকেই এই নিয়ে চাপানউতোর শুরু হয়। অবশেষে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে কুম্ভমেলার। মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে তার থেকে এক দিন পরে শুরু হবে মেলা। এমনকী বদলে গিয়েছে মেলার স্থান। ব্যবহার করা যাবে না লাউড স্পিকার। ৩৬ ডেসিবেল শব্দ মাত্রা বেঁধে দেওয়া হয়েছে। ১১ তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভমেলার সব রীতি নীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পরই।
পুণ্য স্নানের সময় বেলা ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত রাখা হয়েছে। তার মধ্যেই ভান্ডারার অনুষ্ঠানটিও করা হবে। এই বিষয়ে কুম্ভমেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখোপাধ্যায় বলেন, "প্রায় ৮ লক্ষ জন সমাগম হতে পারে। তবে আলাদা করে আর কোনও ব্যক্তিকে নিমন্ত্রণ করা হবে না। ডুমুরদা থেকে রাজাঘাট পর্যন্ত জায়গা নিয়ে মেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই বছর কুম্ভ মেলা তিন দিনের বদলে হবে দেড় দিনের। মাধ্যমিক পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে যা অনুমতি মিলেছে সেই নিয়েই হবে মেলা। ১১ তারিখের বদলে ১২তারিখ বিকেল থেকে শুরু হচ্ছে কুম্ভ। গত দুইবছরের তুলনায় এই বছর একটু ছোট করে মেলার আয়োজন করা হচ্ছে। ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও থাকছে।"
বাঁশবেড়িয়া পুরসভার উপ-পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় বলেন, "মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে কুম্ভমেলা বন্ধের কথা বলেছিল প্রশাসন। কিন্তু, ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মৌখিকভাবে ছোটো করে মেলা করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি গতবছরের মতো শৌচালয় নিয়ে যাতে কোনও রকম অসুবিধে না হয় তার জন্য মেলা কর্তৃপক্ষ থেকে বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরসভা থেকে পরিচ্ছন্নতার বিষয়টা দেখতে বলা হয়েছে। পানীয় জল পুরসভা দেবে। কথা মেনে সবটা করলে পুরসভা সাহায্য করবে।"
Trending Tag