Saturday, November 23, 2024

Logo
Loading...
upload upload upload

ration scam

Sandeshkhali Incident : ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতার পোলট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত জনতার

বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। তৃতীয় দিনে পড়ল এই আন্দোলন। তৃণমূল নেতা (TMC Leader) শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানার পর থেকেই একের পর এক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সন্দেশখালি। গত এক সপ্তাহ ধরেই শাহজাহানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামের মহিলারা। আজ সকালেও রাস্তায় নামেন তাঁরা। শাহজাহান শেখ (Sheikh Shahjahan), শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের গ্রেফতারির দাবি তুলে বিক্ষোভ দেখান।

সকাল থেকেই থমথমে বসিরহাটের সন্দেশখালি। উত্তেজনা থাকায় এাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা চত্বরে জারি রয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল সন্দেশখালি। তবে রাতের দিকে বিক্ষোভ কিছুটা হলেও কম ছিল। সকালের দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আন্দোলনে যোগ দেন একাধিক জনজাতি মহিলা। ঝাঁটা, লাঠি হাতে নিয়ে সন্দেশখালি থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। শাহজাহান, শিবু ও উত্তমকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়ায় জেলিয়াখালিতে। তৃণমূল নেতার পোলট্রি ফার্ম জ্বালিয়ে দিয়ে বিক্ষুব্ধ জনতার অভিযোগ, ওই ফার্ম তাঁদের জমি দখল করে তৈরি করা হয়েছিল। মহিলারা জানান, তাঁদের স্বামীদের জোর করে কাজ করতে বাধ্য করা হয়। কাজ করার পর মেলে না প্রাপ্য পারিশ্রমিক। টাকা চাইতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ শিবুদের বিরুদ্ধে।

গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের মধ্যে অত্যাচার চালান ওই তিন তৃণমূল নেতা। তাঁদের অত্যাচারে জেরবার সাধারণ মানুষ জোর খাটিয়ে গ্রামবাসীদের দিয়ে নানা কাজ করিয়ে নেন ইচ্ছার বিরুদ্ধে। জমির জবরদখল থেকে শুরু করে একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্দেশখালিতে শাহজাহানদের গ্রেফতারির দাবিতে যাঁরা পথে নেমেছিলেন, তাঁরা নিজেদের তৃণমূল সমর্থক বলেই দাবি করেছিলেন। অভিযোগ, দলের নাম ভাঙিয়ে এলাকায় দাপিয়ে বেড়ান শাহজাহান, শিবু, উত্তম এবং তাঁদের সহযোগীরা। তৃণমূল নেতাদের ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি তাঁরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই প্রতিবাদে সামিল হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে, সন্দেশখালিতে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ ১১৭ জনের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা। তাঁকে খুনের চেষ্টা, জনজাতিদের উস্কে আন্দোলন, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা, শান্ত সন্দেশখালিকে অশান্ত করার পরিকল্পনা করা, বারবার মিছিল বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার বিরুদ্ধে অভিযোগ করেন শিবপ্রসাদ। অভিযোগ, পাল্টা অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে 'নিখোঁজ' শাহজাহান। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাতে তাঁর বাড়িতে গিয়েছিল ইডি। সে দিন শাহজাহানের অনুগামীদের হাতে ইডি আধিকারিকেরা মার খেয়েছিলেন। সেই দিন থেকে এখনও পর্যন্ত শাহজাহানের কোনও খোঁজ পাওয়া যায়নি। গ্রামবাসীদের দাবি, শাহজাহান এলাকাতেই আছেন। পুলিশ তাঁকে নিরাপত্তা দিয়ে চলেছে। তাঁদের অভিযোগ, শাহজাহান, শিবু ও উত্তমকে গ্রেফতার না করে পুলিশ তাঁদের সঙ্গে গোপন ডেরায় বসে মিটিং করছে।

Maitreyi Mukherjee | 14:53 PM, Fri Feb 09, 2024

Shahjahan Sheikh : সন্দেশখালি মামলায় সিট গঠনের নির্দেশে স্থগিতাদেশ, ফের হাজিরা এড়ালেন শাহজাহান

সন্দেশখালি (Sandeshkhali Incident) মামলায় সিট গঠনের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্য পুলিশের তদন্তেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের (Kolkata High Court) দ্বারস্থ হয় ইডি। সেখানেই সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এদিন আদালতে রাজ্য পুলিশের বিরুদ্ধে তথ্য নষ্টের আশঙ্কা প্রকাশ করে ইডি। এরপরই সিট গঠন ও রাজ্যপুলিশের তদন্তে স্থগিতাদেশ দেয় আদালত। যদিও এদিন ফের আদালতে সিবিআই তদন্তের দাবি জানায় ইডি (Enforcement Directorate)।

এদিকে সন্দেশখালিতে ইডি-র উপর হামলার পর ৩৩ দিন পার। কিন্তু, এখনও পর্যন্ত দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ ফের তাঁকে তলব করেছিল ইডি। আজ সকাল ১১টার সময় সিজিও কমপ্লেক্সে তাঁর হাজিরার কথা ছিল। তবে এবারও হাজিরা এড়িয়ে যান তিনি। দেখা মেলল না শেখ শাহজাহানের।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখানে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান তাঁরা। এদিকে সেখানে তাঁরা পৌঁছতেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। মারধরও করা হয় তাঁদের। মাথা ফাটে এক আধিকারিকের। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে এলাকা ছাড়ে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। সেই মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। শুনানির পর সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, এই মামলার তদন্ত করবে সিট। সিবিআই ও রাজ্যের আইপিএসদের নিয়ে সিট গঠনের নির্দেশ দেন তিনি। বুধবার সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ৬ মার্চ।

এ প্রসঙ্গে বিজেপির (BJP) দাবি, আদালতের এই ঢিলেমির জন্য তৃণমূল তার লক্ষ্যে সফল হয়ে যাচ্ছে। কারণ তৃণমূলের লক্ষ্য লোকসভা ভোটের (Loksabha Election) আগে শেখ শাহজাহানকে জেলে যাওয়ার থেকে আড়াল করা। এদিকে আবার মার্চ মাসের প্রথম সপ্তাহে লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে। তাই ৬ মার্চ এই মামলার শুনানির পর সিবিআই যদি এই মামলার তদন্তের ভার পায়ও, তাহলে লোকসভা ভোটের আগে সিবিআইয়ের (CBI) পক্ষে সেই সময় শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Maitreyi Mukherjee | 16:41 PM, Wed Feb 07, 2024

Sheikh Shahjahan : ‘অধরা’ শাহজাহানকে দ্বিতীয় নোটিশ ইডির, ৭ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ 

রেশন বণ্টন (Ration Scam) দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে (Sheikh Shahjahan) দ্বিতীয়বার নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সন্দেশখালির ঘটনার পর প্রথমবার তার বাড়ির দরজায় নোটিশ সেঁটে দিয়েছিল ইডি। ওই নোটিশে ২৯ জানুয়ারি ‘পলাতক’ এই তৃণমূল নেতাকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু হাজির হননি শাহজাহান। উল্টে আইনজীবী মারফত কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। আজ শনিবার সেই মামলারই শুনানি রয়েছে। এর মধ্যেই ই-মেল মারফত ফের তাকে দ্বিতীয় নোটিশ পাঠালো ইডি। এই নোটিশে শাহজাহানকে আগামী ৭ ফেব্রুয়ারি সল্টলেকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও তারা শাহজাহানের বাড়িতে ঢুকতে পারেনি। উল্টে বাড়ির ভেতর থেকে অনুগামীদের ফোনে নিজের অনুগামীদের উস্কানি দিয়ে ইডির উপর হামলা চালান এই তৃণমূল নেতা। ইডির দাবি সেদিন বাড়ির ভেতরেই ছিলেন শাহজাহান, ঝামেলার সুযোগ নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তিনি। এরপর থেকেই পুলিশ এবং ইডি কেউই তার সন্ধান পায়নি।

পরে দ্বিতীয়বার পুলিশি পাহারায় ফের সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির দরজা ভেঙে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। শাহজাহানকে না পেয়ে ওই বাড়ির দরজাতেই নোটিশ সেঁটে দিয়ে আসে তারা। কিন্তু সে নোটিশের কোনো জবাব পাওয়া যায়নি এই তৃণমূল নেতার তরফে। এর মধ্যেই আগাম জামিনের আবেদন করে শাহজাহান। যদিও নগর দায়রা আদালত তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার অনুরোধ শোনেনি। তবে শাহজাহান যাতে আগাম জামিন না পায় তা আটকাতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

ওই ঘটনার পর থেকেই নিখোঁজ শাহজাহানকে নিয়ে বাংলার বিভিন্ন রাজনৈতিক মহল থেকেই আসছে প্রতিক্রিয়া। কারও মতে বিতর্কিত এই তৃণমূল নেতা বাংলাদেশে পালিয়ে গিয়েছেন, আবার কারও মতে এলাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। মন্ত্রী অখিল গিরির দাবি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন শাহজাহান। অন্যদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আগাম জামিনের আবেদন করা শাহজাহান রয়েছেন আদালতেরই তত্ত্বাবধানে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য পুলিশের যোগসাজশে এলাকাতেই নিজের ‘গর্তে’ লুকিয়ে রয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা।

আজ ইডির বিশেষ আদালতে এই মামলার শুনানিতে শাহজাহান যাতে জামিন না পান তার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি। ইতিমধ্যেই তল্লাশিতে পাওয়া বিভিন্ন নথি, এবং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে পাওয়া বিভিন্ন প্রমাণ সহ নিজেদের যুক্তি সাজাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই মামলার আগের শুনানিতে পুলিশকে কড়া বার্তা দিয়েছিল নগর দায়রা আদালত। তবে এত কিছুর পরও শাহজাহান কোথায় তা নিয়ে থেকে গিয়েছে ধোঁয়াশাই। এখন দেখার ইডির দফতরে আগামী ৭ তারিখ শাহজাহান হাজির হন কি না।

Maitreyi Mukherjee | 17:21 PM, Sat Feb 03, 2024

Recruitment Scam | বৃহস্পতিবার ফের তল্লাশি ইডি'র; জামিনে মুক্ত প্রসন্ন রায়ের বাড়িসহ ৬ জায়গায় হানা

কখনও রেশন বন্টন দুর্নীতি, কখনওবা নিয়োগ দুর্নীতি, বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত বাংলা। আর এই সব দুর্নীতির জট ছাড়াতে আসরে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই ফের তল্লাশি অভিযানে নেমে পড়ে ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যে মোট ৬টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায় ইডি।

Mayuri Datta | 15:43 PM, Thu Jan 18, 2024
upload
upload