Sheikh Shahjahan : ‘অধরা’ শাহজাহানকে দ্বিতীয় নোটিশ ইডির, ৭ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ
রেশন বণ্টন (Ration Scam) দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখকে (Sheikh Shahjahan) দ্বিতীয়বার নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সন্দেশখালির ঘটনার পর প্রথমবার তার বাড়ির দরজায় নোটিশ সেঁটে দিয়েছিল ইডি। ওই নোটিশে ২৯ জানুয়ারি ‘পলাতক’ এই তৃণমূল নেতাকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু হাজির হননি শাহজাহান। উল্টে আইনজীবী মারফত কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। আজ শনিবার সেই মামলারই শুনানি রয়েছে। এর মধ্যেই ই-মেল মারফত ফের তাকে দ্বিতীয় নোটিশ পাঠালো ইডি। এই নোটিশে শাহজাহানকে আগামী ৭ ফেব্রুয়ারি সল্টলেকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও তারা শাহজাহানের বাড়িতে ঢুকতে পারেনি। উল্টে বাড়ির ভেতর থেকে অনুগামীদের ফোনে নিজের অনুগামীদের উস্কানি দিয়ে ইডির উপর হামলা চালান এই তৃণমূল নেতা। ইডির দাবি সেদিন বাড়ির ভেতরেই ছিলেন শাহজাহান, ঝামেলার সুযোগ নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তিনি। এরপর থেকেই পুলিশ এবং ইডি কেউই তার সন্ধান পায়নি।
পরে দ্বিতীয়বার পুলিশি পাহারায় ফের সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির দরজা ভেঙে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। শাহজাহানকে না পেয়ে ওই বাড়ির দরজাতেই নোটিশ সেঁটে দিয়ে আসে তারা। কিন্তু সে নোটিশের কোনো জবাব পাওয়া যায়নি এই তৃণমূল নেতার তরফে। এর মধ্যেই আগাম জামিনের আবেদন করে শাহজাহান। যদিও নগর দায়রা আদালত তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার অনুরোধ শোনেনি। তবে শাহজাহান যাতে আগাম জামিন না পায় তা আটকাতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
ওই ঘটনার পর থেকেই নিখোঁজ শাহজাহানকে নিয়ে বাংলার বিভিন্ন রাজনৈতিক মহল থেকেই আসছে প্রতিক্রিয়া। কারও মতে বিতর্কিত এই তৃণমূল নেতা বাংলাদেশে পালিয়ে গিয়েছেন, আবার কারও মতে এলাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। মন্ত্রী অখিল গিরির দাবি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন শাহজাহান। অন্যদিকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আগাম জামিনের আবেদন করা শাহজাহান রয়েছেন আদালতেরই তত্ত্বাবধানে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য পুলিশের যোগসাজশে এলাকাতেই নিজের ‘গর্তে’ লুকিয়ে রয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা।
আজ ইডির বিশেষ আদালতে এই মামলার শুনানিতে শাহজাহান যাতে জামিন না পান তার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি। ইতিমধ্যেই তল্লাশিতে পাওয়া বিভিন্ন নথি, এবং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে পাওয়া বিভিন্ন প্রমাণ সহ নিজেদের যুক্তি সাজাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই মামলার আগের শুনানিতে পুলিশকে কড়া বার্তা দিয়েছিল নগর দায়রা আদালত। তবে এত কিছুর পরও শাহজাহান কোথায় তা নিয়ে থেকে গিয়েছে ধোঁয়াশাই। এখন দেখার ইডির দফতরে আগামী ৭ তারিখ শাহজাহান হাজির হন কি না।
Trending Tag