Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

train

Indian Railways: ভারতীয় রেলে আসছে নয়া নিয়ম, নিয়ম না মানলে বুকিং ক্যানসেল হতে পারে


দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে নয়া নিয়ম নিয়ে আসছে ভারতীয় রেল। ট্রেনে ওঠার ক্ষেত্রে সেই নিয়ম পালন করা এবার থেকে বাধ্যতামূলক হতে চলেছে না হলেই হতে পারে বুকিং ক্যানসেল। রেলের তরফে জানানো হয়েছে, যেখান থেকে আপনার ট্রেনে ওঠার কথা অর্থাৎ বোর্ডিং করার কথা, সেই সময়ের ১০ মিনিটের মধ্যে আপনাকে নিজের আসনে এসে বসতে হবে। নাহলে আপনার বুকিং ক্যানসেল হয়ে যেতে পারে। এবার এরকমই নিয়মের কড়াকড়ি আনছে রেল।

যে স্টেশন থেকে ট্রেনে ওঠার কথা সেই স্টেশন থেকেই যাত্রীকে ট্রেনে উঠতে হবে , দুই বা তিনটে হল্ট পেরিয়ে যাওয়ার পর ট্রেনে ওঠা যাবে না। সেক্ষেত্রে বুকিং ক্যানসেল করা হবে জানা যাচ্ছে।

Mayuri Datta | 12:01 PM, Sat Jan 27, 2024

Goods Train Derail : তমলুকের কাছে সাত সকালে লাইনচ্যুত মালগাড়ি, দুর্ভোগ নিত্যযাত্রীদের

পূর্ব মেদিনীপুরে হাওড়া-খড়্গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরের দিকে। তমলুকের কাছে নন্দাইগাজন রেলস্টেশনের অদূরেই এই বিপত্তি হয়েছে। শীতের সকালে এমনিতেই কুয়াশার চাদরে মুড়ে থাকে চার দিক। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার অনেক ট্রেনই কুয়াশার কারণে কিছুটা দেরিতে চলে। তার উপর এই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আরও কিছুটা সমস্যা বেড়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওই মালগাড়িটিকে রেল লাইন থেকে সরানোর কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আপাতত আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার জেরে দুর্ভোগে পড়েছেন রেল যাত্রীরা।

Mayuri Datta | 11:48 AM, Sat Jan 20, 2024
upload
upload