Indian Railways: ভারতীয় রেলে আসছে নয়া নিয়ম, নিয়ম না মানলে বুকিং ক্যানসেল হতে পারে
দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে নয়া নিয়ম নিয়ে আসছে ভারতীয় রেল। ট্রেনে ওঠার ক্ষেত্রে সেই নিয়ম পালন করা এবার থেকে বাধ্যতামূলক হতে চলেছে না হলেই হতে পারে বুকিং ক্যানসেল। রেলের তরফে জানানো হয়েছে, যেখান থেকে আপনার ট্রেনে ওঠার কথা অর্থাৎ বোর্ডিং করার কথা, সেই সময়ের ১০ মিনিটের মধ্যে আপনাকে নিজের আসনে এসে বসতে হবে। নাহলে আপনার বুকিং ক্যানসেল হয়ে যেতে পারে। এবার এরকমই নিয়মের কড়াকড়ি আনছে রেল।
যে স্টেশন থেকে ট্রেনে ওঠার কথা সেই স্টেশন থেকেই যাত্রীকে ট্রেনে উঠতে হবে , দুই বা তিনটে হল্ট পেরিয়ে যাওয়ার পর ট্রেনে ওঠা যাবে না। সেক্ষেত্রে বুকিং ক্যানসেল করা হবে জানা যাচ্ছে।
Trending Tag
Goods Train Derail : তমলুকের কাছে সাত সকালে লাইনচ্যুত মালগাড়ি, দুর্ভোগ নিত্যযাত্রীদের
Indian Railways: ভারতীয় রেলে আসছে নয়া নিয়ম, নিয়ম না মানলে বুকিং ক্যানসেল হতে পারে