Tuesday, December 03, 2024

Logo
Loading...
upload upload upload

uttarakhand

Haldwani Violence : অবৈধ মাদ্রাসা ভাঙতেই উত্তেজনা উত্তরাখণ্ডে! মৃত ২

বেআইনি মাদ্রাসা ও মসজিদ ভেঙে ফেলাতে কেন্দ্র করে উত্তপ্ত দেবভূমি উত্তরাখণ্ড। উত্তেজনা ছড়ায় হালদওয়ানির ভানবুলপুরা এলাকায়। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। এই ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা প্রায় ২৫০। আহতদের মধ্যে একাধিক পুলিশকর্মীও রয়েছেন। আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারি গাড়িতে। স্থানীয় থানা ঘেরাও করে সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

Maitreyi Mukherjee | 16:22 PM, Fri Feb 09, 2024

Haldwani Violence : অশান্তির জেরে উত্তপ্ত উত্তরাখণ্ড, মৃত ২; জারি কারফিউ


সাম্প্রদায়িক অশান্তির আগুনে পুড়ছে উত্তরাখণ্ডের হালদওয়ানি। এই ঘটনায় ইতিমধ্যে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ২৫০ জন। কারফিউ জারি করা হয়েছে প্রশাসনর তরফে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, হালদওয়ানি ভানবুলপুরা এলাকায় বেআইনিভাবে তৈরি একটি মসজিদ ও মাদ্রাসা ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ কার্যকর করতে পুলিশ সহ সরকারি আধিকারিকরা গেলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহতদের মধ্যে রয়েছেন পুলিশকর্মী থেকে শুরু করে বহু সরকারি আধিকারিকও। একদল দুষ্কৃতি তাঁদের লক্ষ্য করে ইট ও পাথর ছুড়তে শুরু করে। এরপর থানায় আগুন ধরিয়ে দেয় দেয় তারা। ২০টির বেশি বাস ও বাইক জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ।

এদিন বুলডোজার দিয়ে মসজিদ ভাঙার কাজ শুরু হতেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের মধ্যে অনেক মহিলাও ছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জনসাধারণের কাছে শান্তি বজায় রাখার আবেদন করেছেন। এই ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ধামি। মিউনিসিপ্যাল কমিশনার পঙ্কজ উপাধ্যায়ের দাবি, "মাদ্রাসা ও নমাজের জায়গাটি বেআইনি ছিল। মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তিন একর জমি দখল করেছিল।"

পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতেই সমস্ত স্কুল এবং দোকান বন্ধ রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব়্যাফ নামানো হয়েছে। এবিষয়ে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, "এই সমস্যাটি উদ্বেগজনক। কিন্তু, রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিচ্ছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং অন্যান্য রাজ্যে প্রচুর পরিমাণে অবৈধ দখল করা হয়েছে। যেগুলি আইনতভাবে খালি জায়গা।"

বৃহস্পতিবার উত্তরাখণ্ড হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। যাতে মসজিদ ভাঙা বন্ধ করার জন্য আবেদন করা হয়। আদালত অবশ্য এই আর্জি মঞ্জুর করেনি। এমনকী, ভাঙার কাজ এখনও জারি রাখা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি।

এই ঘটনা প্রসঙ্গে নৈনিতাল জেলা ম্যাজিস্ট্রেট বন্দনা সিং বলেন, "বিক্ষোভকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে থানা। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি কোনও সাম্প্রদায়িক ঘটনা ছিল না। আমি সবাইকে অনুরোধ করছি, এটিকে সাম্প্রদায়িক অশান্তির আখ্যা না দিতে। কোনও নির্দিষ্ট সম্প্রদায় প্রতিশোধ নেয়নি। এটি রাজ্য সরকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জ করার একটি প্রচেষ্টা ছিল। আপাতত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।”
তিনি আরও বলেন, "শান্তিপূর্ণভাবে মসজিদ ভাঙার কাজ শুরু হয়েছিল, সেখানে বাহিনী মোতায়েন ছিল, এরপরই আধঘণ্টার মধ্যে পূর্ব পরিকল্পনা পুরসভার আধিকারিকদের উপর পাথর ছোড়া হয়। প্রথমবার একদল জনতা আশপাশের বাড়ির ছাদ থেকে পাথর ছুড়তে থাকে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারপর কিছু লোক পেট্রোল বোমা নিয়ে হামলা চালায়।" বৃহস্পতিবারের পর আজ সকালেও উত্তেজনা রয়েছে হালদওয়ানিতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ।

Bengal Hour Bureau | 12:53 PM, Fri Feb 09, 2024

Common Civil Code : উত্তরাখণ্ড বিধানসভায় পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল

মঙ্গলবার পেশ হল বহু চর্চ্চিত অভিন্ন দেওয়ানি বিধি বিল। উত্তরাখণ্ড বিধানসভায় (Uttarakhand Assembly) বিলটি আজ পেশ করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার থেকে শুরু হয়েছে চার দিনের বিশেষ বিধানসভা অধিবেশন। যেখানে এই বিল আজ উত্থাপন করা হয়েছে। রবিবার উত্তরাখণ্ড মন্ত্রিসভা বিলটির চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে, বিধানসভায় বিলটি পাশ হয়ে গেলে আর তাতে রাজ্যপাল অনুমোদন দিলেই তা আইনে পরিণত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইনের পক্ষে মত দিয়েছেন। তাঁর ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতে’র পরিকল্পনার কথা মাথায় রেখেই এই আইন প্রবর্তন করার লক্ষ্য নিয়েছেন বলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডের পাশাপাশি অসম ও মধ্য প্রদেশ সরকারও এই বিধি চালু করার কথা ভাবছে। অধিবেশন চলাকালীন যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, সেজন্য বিধানসভা চত্বর থেকে কমপ্লেক্সের বাইরে পর্যন্ত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। যদি বিলটি আইনে পরিণত হয় তাহলে স্বাধীনতা পরবর্তী কালে উত্তরাখণ্ডই প্রথম রাজ্য হবে, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে।

এই বিলে ঠিক কি বলা আছে?

মূলত ধর্ম, লিঙ্গ ভেদে রাজ্যের সকল নাগরিকের জন্য বিবাহ, সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ-বিচ্ছেদ, দত্তক গ্রহণের মতো বিষয়গুলিতে এক আইন কার্যকর করা হবে। এতে ছেলে, মেয়ে উভয়ই উপকৃত হবে। বিল অনুযায়ী নিজের সন্তান ও দত্তক সন্তান উভয়েরই বাবা, মায়ের সম্পত্তির উপর সমান অধিকার থাকবে। সংবিধানেও অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ রয়েছে। এটি মূলত ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে দেশের সকল নাগরিকের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। যেখানে বিবাহ, বিবাহ-বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি আইন থাকবে।

২০২২ সালে এই বিলের খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি প্যানেল গঠন করেছিল উত্তরাখণ্ড সরকার। ওই প্যানেলে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, সমাজকর্মী মনু গৌর, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যসচিব শত্রুঘ্ন সিং এবং দুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেখা ডাঙ্গওয়ালকে নিয়ে গঠিত হয়। প্যানেল ৭৪০ পৃষ্ঠারও বেশি একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে। যার চারটি খণ্ড রয়েছে। খসড়া তৈরি করার সময় প্যানেলটি লক্ষ লক্ষ প্রতিক্রিয়া সংগ্রহ করেছিল। অনলাইন ও অফ লাইন মিলিয়ে বেশ কিছু প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানা, বিলটি তৈরি করার আগে জনসাধারণের সঙ্গে আলোচনা করা হয়েছে ও তাঁদের পরামর্শও নেওয়া হয়েছে।

Maitreyi Mukherjee | 22:16 PM, Tue Feb 06, 2024

Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি

উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন আইএএস অফিসার রাধা রাতুরি। মঙ্গলবার উত্তরাখণ্ড সরকারের আধিকারিকদের সূত্রে এই তথ্য জানা গিয়েছে। আধিকারিকরা আরও জানিয়েছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরবর্তী মুখ্য সচিব হিসাবে রাধা রাতুরির নিয়োগের অনুমোদন করেছেন। রাধা রাতুরি ১৯৮৮ ব্যাচের একজন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস)-এর আধিকারিক ছিলেন। ইনি বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সুখবীর সিং সান্ধুর জায়গায় নিযুক্ত হবেন। সুখবীর সিং সান্ধুর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি,বুধবার। রাতুরি হলেন প্রথম মহিলা যিনি উত্তরাখণ্ডের শীর্ষ প্রশাসনিক পদে দায়িত্ব পেতে চলেছেন।

Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
upload
upload