Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন আইএএস অফিসার রাধা রাতুরি। মঙ্গলবার উত্তরাখণ্ড সরকারের আধিকারিকদের সূত্রে এই তথ্য জানা গিয়েছে। আধিকারিকরা আরও জানিয়েছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরবর্তী মুখ্য সচিব হিসাবে রাধা রাতুরির নিয়োগের অনুমোদন করেছেন। রাধা রাতুরি ১৯৮৮ ব্যাচের একজন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস)-এর আধিকারিক ছিলেন। ইনি বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সুখবীর সিং সান্ধুর জায়গায় নিযুক্ত হবেন। সুখবীর সিং সান্ধুর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি,বুধবার। রাতুরি হলেন প্রথম মহিলা যিনি উত্তরাখণ্ডের শীর্ষ প্রশাসনিক পদে দায়িত্ব পেতে চলেছেন।
Trending Tag
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Common Civil Code : উত্তরাখণ্ড বিধানসভায় পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল
Haldwani Violence : অশান্তির জেরে উত্তপ্ত উত্তরাখণ্ড, মৃত ২; জারি কারফিউ
Haldwani Violence : অবৈধ মাদ্রাসা ভাঙতেই উত্তেজনা উত্তরাখণ্ডে! মৃত ২