Boat Capsized : পিকনিকই কাল! ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি, নিখোঁজ ৪
Arabul Islam Arrest : পঞ্চায়েত ভোটে অশান্তি-সহ খুনের অভিযোগ, গ্রেফতার আরাবুল ইসলাম
Nusrat Jahan Flat Case : পালানোর পথ নেই! ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে আদালতে 'ধাক্কা' খেলেন নুসরত
SANDESHKHALI UPDATE: সন্দেশখালি কান্ডের পর মঙ্গলে বৈঠকে বসবে ইডি ডিরেক্টর
Amit Shah-JP Nadda : কলকাতায় শাহ-নাড্ডা, পুজো দেবেন কালীঘাটে
১ লক্ষ ৬৯ হাজার টাকার ধান বাজেয়াপ্ত জেলা প্রশাসনের
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রে দীর্ঘদিন ধরে ধান কেনাবেচা হয়। স্থানীয় বাসিন্দা থেকে কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, এই ধান ক্রয় কেন্দ্রে ঢুকে পড়েছে দালাল চক্র। অবৈধভাবে ভুয়ো নাম ঢুকিয়ে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করছে কিছু ফড়ে ও দালালরা। এই নিয়ে বিডিও শুভদীপ চৌধুরীর কাছে সম্প্রতিকালে একটি অভিযোগও করা হয়। পুরো বিষয়টা খাদ্য দফতরকে জানানোর পর বিডিও একটি তদন্তকারী দল তৈরি করে প্রশাসনিক লেভেলের তদন্ত শুরু করেন। বুধবার স্বরূপনগর সমবায় কেন্দ্রের বিডিও-র নেতৃত্বে একদল প্রশাসনিক আধিকারিক হাতেনাতে একশো পঞ্চান্ন বস্তা ধান বাজেয়াপ্ত করে।আর তখনই জানা যায়, এই ধান ক্রয় কেন্দ্রে যাদের নামের তালিকা রয়েছে তারা সম্পূর্ণ ভূয়ো। আর এরপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।বাজেয়াপ্ত ধান ইতিমধ্যে বিডিও অফিসে মজুত করা হয়েছে। প্রশাসনিক স্তরে তদন্তও শুরু হয়েছে।
Trending Tag