Boat Capsized : পিকনিকই কাল! ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি, নিখোঁজ ৪
Arabul Islam Arrest : পঞ্চায়েত ভোটে অশান্তি-সহ খুনের অভিযোগ, গ্রেফতার আরাবুল ইসলাম
Nusrat Jahan Flat Case : পালানোর পথ নেই! ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে আদালতে 'ধাক্কা' খেলেন নুসরত
SANDESHKHALI UPDATE: সন্দেশখালি কান্ডের পর মঙ্গলে বৈঠকে বসবে ইডি ডিরেক্টর
Amit Shah-JP Nadda : কলকাতায় শাহ-নাড্ডা, পুজো দেবেন কালীঘাটে
Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ জলের বোতল, নতুন নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের
২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কড়া নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রে বেশকিছু সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে পড়ুয়ারা নিয়ে যেতে পারবেন না জলের বোতলও। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুযায়ী, বই, নোটস, বা অন্য কোন পড়ার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল, মোবাইল ফোন, ব্লুটুথ যন্ত্র, কিন্ডেল রিডার, ইয়ারফোন/বাডস, ট্যাব, পেজার্স, ক্যামেরা, ওয়ালেট ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
জলের বোতল নিয়ে যেহেতু পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে প্রতিটি ঘরে পরীক্ষার্থীদের জন্য থাকবে পানীয় জলের ব্যবস্থা। প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক। সকাল ৯টা ৪৫ থেকে শুরু, চলবে দুপুর ১টা পর্যন্ত। সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে। সকাল ৯টা ৪৫-এ পরীক্ষার্থীদের প্রশ্ন বিতরণ করা হবে। ৯টা ৫৫-য় বিতরণ হবে উত্তরপত্র। ১০টা থেকে লেখা শুরু হবে।
Trending Tag