Tuesday, December 03, 2024

Logo
Loading...
google-add

Awas Yojana : আবাস যোজনা নিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের

Maitreyi Mukherjee | 18:08 PM, Tue Nov 21, 2023

আবাস যোজনা নিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই চিঠিতে তিনটে জেলার অনিয়মের কথা তুলে ধরা হয়েছে। নদিয়া, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কথা উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ২৭ মার্চ কেন্দ্রীয় দল পরিদর্শনে আসে বিভিন্ন জেলায়। নদিয়া জেলায় উল্লেখ করা হয়েছে যাদেরকে আবাস যোজনায় নাম নথিভুক্ত করা হয়েছে তাঁদের দুই চাকার গাড়ি রয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় নাম পরিবর্তন করেছে রাজ্য সরকার বলেও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। কালিম্পং জেলায় বেশ কয়েকটি বাড়িতে লোগো ব্যবহার করা হয়নি। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে ১৫ দিনের মধ্যেই অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে।

উল্লেখ্য, আবাস যোজনার টাকা না পাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে তৃণমূল। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারকে বঞ্চিত করা হয়েছে। বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। এজন্য দিল্লিতেও ধরনা দিয়েছিল তৃণমূল। বিজেপির অবশ্য পাল্টা অভিযোগ ছিল, রাজ্যে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে। তাই টাকা আটকে দেওয়া হয়েছে।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

আপনার পছন্দ

পাহাড়

google-add

সংস্কৃতি

google-add
google-add

চাকরি

google-add
google-add