East Bengal Win : শাপমোচন ইস্টবেঙ্গলের , ওড়িশাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লাল হলুদ
Tanmoy Agarwal : বিশ্ব রেকর্ড গড়লেন হায়দরাবাদের ব্যাটার, দ্রুততম ত্রিশতরান করে চমক লাগালেন তন্ময়
MAHENDRA SINGH DHONI: মানহানির মামলা প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে! আইপিএলের আগেই সমস্যায় মাহি
India Semi Final: কিউয়িদের জেতার জন্য ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত
ওয়াংখেড়েতে ৫০ ওভারে ৩৯৭ রান করল ভারতীয় ক্রিকেট দল। ৪ উইকেট খুইয়ে কিউয়িদের জেতার জন্য ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিল ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। শুরুতে রোহিত এবং গিলের হাত ধরে ভালোই এগোচ্ছিল, কিন্তু ৪৭ রানে রোহিতের আউট হয়ে যাওয়ার পর হাল ধরেন কোহলি। গড়েন রেকর্ড। এরপর পায়ের পেশীতে টান ধরায় সাজঘরে ফিরতে হয় শুভমন গিলকে। সচিনকে টপকে শতরানের রেকর্ড গড়ার পর ১১৭ রানে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরতে হয় কোহলিকে। এরপর শ্রেয়স আইয়ার এবং কে এল রাহুল হাল ধরেন। ১০৫ রানে শ্রেয়স আউট হয়ে যাওয়ার পর খেলতে নামেন সূর্যকুমার যাদব। কিন্তু ১ রান করেই আউট হয়ে যান তিনি। তাঁর জায়গায় মাঠে নামানো হয় শুভমন গিলকে। তবে একেবারে শেষপর্যায়ে নামেন গিল। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারতীয় ক্রিকেট টিম। ২০ বলে ৩৯ এবং ৬৬ বলে ৮০ রান করে নট আউট থাকেন গিল এবং রাহুল।
Trending Tag