Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add

NZ vs BN 1st Test: নিউজিল্যান্ডকে ধরাশায়ী করল বাংলাদেশ, সিলেটের মাঠে প্রথমবার জয়ের স্বাদ

Maitreyi Mukherjee | 11:39 AM, Sat Dec 02, 2023

২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতেই তাদের হারিয়ে প্রথমবারের মতো টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সাদা পোশাকের জয় অধরায় ছিল এতদিন। তবে শেষ হলো অপেক্ষার পালা। ২০২৩ সালে সিলেটের নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় পেল বাংলাদেশ।

শনিবার (২ ডিসেম্বর) সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে। ফলে ১৫০ রানের বড় জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। এতে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত করলেন শুভ সূচনা। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রও জয়ের আনন্দে শুরু করল টাইগাররা।

প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে ৭৫ রান দিয়ে নিয়েছেন ৬টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাইজুলের উইকেট সংখ্যা ১০টি। এছাড়া নাঈম হাসান দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নিয়েছেন দুটি। একটি করে নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতেই বাজিমাৎ বাংলাদেশের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগেও ছয় ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে তাতে আসেনি একটিও জয়। ৭ম টেস্টে এলো প্রথম জয়।নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়, দেশের মাটিতে প্রথম। এর আগে এখানে দুই দলের ছয় টেস্টের তিনটি জিতেছিল কিউইরা, বাকি তিনটি হয়েছিল ড্র।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

ক্রিকেট

ইতিহাসে আজকের দিনে

google-add

রাজনীতি

google-add
google-add