Tuesday, October 22, 2024

Logo
Loading...
google-add

Hockey Final : রুদ্ধশ্বাস হকি ফা্‌ইনালে  জিতে ট্রফি ভারতের 


| 10:02 AM, Mon Aug 14, 2023

ভারত- ৪ (যুগরাজ, হরমনপ্রীত সিং, গুরুজন্ত সিং, আকাশদীপ মালয়েশিয়া-৩ (আবু কালাম, রাহিম রাজি, আমিনুদ্দিন)


মালয়েশিয়ার বিরুদ্ধে হকি ফাইনালে জিতে ট্রফি জিতে নিল ভারত। লড়াই কাকে বলে? মালয়েশিয়ার বিরুদ্ধে একটা সময় পিছিয়ে ছিল ভারত। হাফ টাইমে পিছিয়ে ১-৩ গোলে। সেখান থেকে ৪-৩ গোলে জয়। এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকিতে চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ লিগে পাকিস্তানকে হারিয়েছে। সেমিফাইনালে হারিয়েছেন জাপানকে। হকিতে ভারতের ‘চক দে ইন্ডিয়া’। শনিবারের এই রুদ্ধশ্বাস ফাইনাল দেখে মোহিত উপস্থিত প্রাক্তন হকি তারকারা। ধনরাজ পিল্লাইয়ের মতো প্রাক্তনরাও ধন্য ধন্য করে গিয়েছেন ভারতীয় টিমকে। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে মালয়েশিয়াকে মেগা ফাইনালে ৪-৩ গোলে হারিয়ে এই নিয়ে চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি প্রতিযোগিতা জিতল হরমনপ্রীত সিং-আকাশদীপ সিংয়ের ভারত। একটা সময় ১-৩ গোলে পিছিয়ে থাকলেও, তৃতীয় কোয়ার্টারে দুরন্ত কামব্যাক করল ক্রেগ ফুলটনের ছেলেরা। খেলার বয়স তখন সবে ৯ মিনিট। পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। হরমনপ্রীত নন, ড্র্যাগ ফ্লিক থেকে গোল করলেন যুগরাজ সিং। মালয়েশিয়ার গোলপোস্টের বাঁদিক ঘেঁষে বল জড়িয়ে দিলেন জালে। ভারত এগিয়ে গেল ১-০ গোলে। তবে শুরুতে এগিয়ে গেলেও, এরপর খেই হারাতে থাকে ভারত। ১৪ মিনিট। গোল শোধ করে দেয় মালয়েশিয়া। ডানদিক থেকে বক্সে ঢুকে পড়েছিলেন আজুয়ান হাসান। তাঁর শট ভারতীয় খেলোয়াড়ের গায়ে লেগে গেল আবু কামাল আজরাইয়ের কাছে। গোল করলেন তিনি। মালয়েশিয়া সমতা ফেরাতেই ভুল করে বসে ভারত। ১৬ মিনিটের মাথায় গ্রিন কার্ড দেখলেন গুরজন্ত সিং। পরের ২ মিনিট ১০ জনে খেলতে হয়েছিল ভারতকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ১৮ মিনিটে মালয়েশিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন রাহিম রাজি। জোড়া গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই তৃতীয় গোল হজম করে বসে টিম ইন্ডিয়া। ২৮ মিনিট। ফের গোল মালয়েশিয়ার। মুহম্মদ আমিনুদ্দিনের ড্র্যাগফ্লিক জড়িয়ে গেল জালে। ৩-১ গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। ফলে হাফটাইমে ১-৩ গোলে পিছিয়ে যায় ভারত। বাকি দুই কোয়ার্টারে বিরাট চ্যালেঞ্জ ছিল ক্রেগ ফুলটনের ছেলেদের সামনে। কিন্তু প্রবল চাপে চুপসে না গিয়ে এরপরেই দুরন্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পরেও ৪৫ মিনিটে গোলের মুখ খুলে যায়। সুখজিৎকে ফাউল মালয়েশিয়ার। পেনাল্টি কর্নার পেল ভারত। সেখান থেকে গোল করতে ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। সেই গোলের সৌজন্যে ব্যবধান কমায় ভারত। ব্যবধান ৩-২ হতেই গোটা স্টেডিয়ামে যেন প্রাণ ফিরে আসে। ৪৫ মিনিটে ম্যাচের তৃতীয় গোল করে সমতায় ফিরে আসে ভারত। হরমনপ্রীতের শট ধরে এবার বিপক্ষের জালে বল ঢুকিয়ে দিলেন গুরজন্ত সিং। স্কোরলাইন ভারতের পক্ষে ৩-৩। প্রায় হেরে যাওয়া ম্যাচে সমতা ফেরানোর পর থেকে টগবগ করে ফুটছিল ক্রেগ ফুলটনের ছেলেরা। আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। এবার বিপক্ষের দুর্বল রক্ষণকে কাজে লাগিয়ে ৫৬ মিনিটে গোল করেন আকাশদীপ সিং ৪-৩। এরপর আর ম্যাচে ফিরে আসতে পারেনি মালয়েশিয়া।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

ক্রিকেট

ইতিহাসে আজকের দিনে

ব্যবসার খবর

google-add

রাজনীতি

google-add
google-add