Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add

ICC ODI World Cup 2023 : বিশ্বকাপে সৌরভের ভরসা কি রাখতে পারবে রোহিত ব্রিগেড?

Maitreyi Mukherjee | 14:13 PM, Thu Nov 16, 2023

স্বপ্নপূরণ, তার সাথেই নতুন স্বপ্নের উড়ান। ১ যুগ পর ফের বিশ্বকাপ ফাইনালে ভারত। উঁহু শুধু ভারত নয়, বলা ভালো রোহিত ব্রিগেড। বিরাট কোহলির ৫০তম শতরান, মহম্মদ শামির উইকেটের রেকর্ড সব মিলিয়ে রোহিতের কাঁধে চড়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ভারত। আইপিএলে অন্যতম সফল ক্যাপ্টেন রোহিত। কিন্তু দেশের হয়ে নেতৃত্ব দেওয়া যে পুরোপুরি ভিন্ন! অনেকের মধ্যে সংশয় থাকলেও ভরসা রেখেছিলেন সেই মানুষটা। সৌরভ গঙ্গোপাধ্যায়। হিরে চিনতে ভুল করেননি জহুরি সৌরভ।

বিরাট কোহলির পর ভারতীয় ক্রিকেটের দায়িত্ব কার হাতে যাবে! ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকাকালীন রাহুল দ্রাবিড়কে কোচ এবং রোহিতকে অধিনায়ক করার ক্ষেত্রে বড় ভূমিকা সৌরভেরই। রোহিতকে নেতৃত্ব দিলে ভারতীয় ক্রিকেটে সাফল্য আসবে, এই ভরসা ছিল মহারাজের। এখনও অবধি তাঁর ভরসার মর্যাদা দিয়েছেন রোহিত। লিগ পর্বে সব ম্যাচ জিতে ক্যাপ্টেন রোহিত ভেঙেছিলেন দাদার রেকর্ড। এক বিশ্বকাপে ভারতের সবচেয়ে বেশি জয় ২০০৩ সালে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সে বার রানার্স হয়েছিল ভারত। আট ম্যাচ জিতেছিল সৌরভের টিম ইন্ডিয়া। তেইশের বিশ্বকাপে রোহিতের টিম দশ ম্যাচ জিতেছে!

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

ইতিহাসে আজকের দিনে

google-add

রাজনীতি

google-add
google-add