East Bengal Win : শাপমোচন ইস্টবেঙ্গলের , ওড়িশাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লাল হলুদ
Tanmoy Agarwal : বিশ্ব রেকর্ড গড়লেন হায়দরাবাদের ব্যাটার, দ্রুততম ত্রিশতরান করে চমক লাগালেন তন্ময়
MAHENDRA SINGH DHONI: মানহানির মামলা প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে! আইপিএলের আগেই সমস্যায় মাহি
IPL Auction 2024 : এবার আইপিএলের নিলামে এই ৩ ক্রিকেটারের দাম বাড়বে হু হু করে
আইপিএল ২০২৪-এর নিলাম খুব বেশি সময় বাকি নেই। কিছুদিনের মধ্যেই ১০টি ফ্র্যাঞ্চাইজির তালিকা প্রকাশ করা হবে এবং তারপর ডিসেম্বরে নিলামের জন্য প্রস্তুতি শুরু হবে। এবারের নিলামে এমন কয়েকজন ক্রিকেটার থাকবেন যাদের দলে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে দলগুলো। ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে তাদের পারফরমেন্স পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে।
ট্রাভিস হেড: ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হওয়া এই অস্ট্রেলীয় ক্রিকেটার আইপিএল নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাকে অন্তর্ভুক্ত করতে চাইবে। বড় ম্যাচের এই খেলোয়াড় শুধু ওপেনিংয়ে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ধ্বংসই করেন না, প্রয়োজনে ধীর গতির ইনিংস দিয়ে দলকে জেতানোর ক্ষমতাও রাখেন।
মিচেল স্টার্ক: অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার আগেও আইপিএল খেলেছেন। এবার আবার আইপিএলে তার অংশগ্রহণ নিয়ে আলোচনা তুঙ্গে। স্টার্ক যদি আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেন তবে তিনি অবশ্যই এই মরসুমের ব্যয়বহুল ফাস্ট বোলার হতে পারেন।
দিলশান মাদুশঙ্কা: ২০২৩ বিশ্বকাপে ৯ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার এই ফাস্ট বোলার। এবারের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে তার পারফরমেন্স ছিল অসাধারণ। আইপিএল নিলামে ভালো দাম পেতে পারে দিলশান মাদুশঙ্কা।
Trending Tag