Tuesday, December 03, 2024

Logo
Loading...
google-add

Virat Kohli: সচিনকে টপকে শীর্ষে কোহলি

Payal Sanyal | 17:39 PM, Wed Nov 15, 2023

শতরানের নতুন বিশ্বরেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন বিকাট কোহলি। টপকে গেলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরকে। যাঁর দখলে এতদিন ছিল এই রেকর্ড। এর আগে নিজের জন্মদিনের দিন ইডেনে ৪৯-তম শতরান করে মাস্টার ব্লাস্টারকে ছুঁয়েছিলেন। এবার সচিনকে সাক্ষী রেখেই তাঁকে ছাপিয়ে গেলেন বিরাট। আর বিরাটের এই সাফল্যে গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দিলেন সচিন। নতজানু হয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন বিরাট কোহলিও।মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০৬ বলে শতরান করেন কোহলি। গ্যালারি জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মাতলেন ভক্তরাও। বিরাট শতরান করতেই আবেগে ভাসতে দেখা গেল স্ত্রী অনুষ্কা শর্মাকেও। প্রায় ২০ বছর পর খরা কাটিয়ে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে কিউয়িদের হারিয়েছে ভারত। ২০১৯ -এর সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে  হারের ক্ষত এখনও টাটকা। চলতি বিশ্বকাপে আজকের সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধে সেই হারের বদলা নিতেই মাঠে নেমেছেন বিরাটরা।



  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

ইতিহাসে আজকের দিনে

google-add

রাজনীতি

google-add
google-add