Mukul Roy : শরীর ভালো নেই, ইডি-র ডাকে দিল্লি যাবেন না মুকুল রায় !
Amit Shah : ফের বঙ্গে আসবেন অমিত শাহ, যাবেন মায়াপুরে
Dev Ghatal MP TMC : দেবের মন্তব্য ঘিরে অস্বস্তি দলের অন্দরে !
Amit Shah Bengal Tour : ফেব্রুয়ারিতেই বঙ্গে আসছেন শাহ! সঙ্গে থাকতে পারেন নাড্ডা
Rahul Gandhi: মালদায় ঢুকতেই কাঁচ ভাঙল রাহুলের গাড়ির, অভিযুক্তে কে উঠছে প্রশ্ন
Mallikarjun Kharge: রাহুল মৃত! মোদীর বাবা 'মিথ্যেবাদী', খাড়গের মন্তব্য ঘিরে শোরগোল
প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল কংগ্রেস সভাপতির মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে। তাঁর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির প্রথম সারির নেতারা। প্রসঙ্গত, তেলাঙ্গানার একটি নির্বাচনী জনসভায় মল্লিকার্জুন খাড়গে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী এবং তাঁর বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন বলে অভিযোগ বিজেপির।
খাড়গে বলেন, “মিথ্যাবাদীরা এখানে বসে আছে। মিথ্যে কথা বলায় মোদীর বাবা এখানে রয়েছে”। এমনকী কেসিআরকে গালিগালাজ করতে গিয়ে মোদীর ভাই বলে উল্লেখ করেন খাড়গে। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়া সহ সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে। আক্রমণ পাল্টা আক্রমণের ঝড় বয়ে যায়। বিজেপির মুখপাত্র শাহাজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে ব্যক্তিগত আক্রমণের খেলায় নেমেছে। যার যেমন অভিরুচি সে তেমন বক্তব্য রাখবে।”
প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "আমার মৃত বাবাকে টানার কী প্রয়োজন ছিল।” অন্যদিকে এখানেই থেকে থাকেননি কংগ্রেস সভাপতি। রাহুল গান্ধীকেও মুখ ফসকে মৃত বলে উল্লেখ করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। রাজস্থানের অনুপগড়ে একটি নির্বাচনী সভাতে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে তিনি মুখ ফসকে বলে ফেলেন রাহুল গান্ধী প্রাণ দিয়েছিলেন দেশের জন্য। আর খাড়গের সেই কথা নিয়ে মসকরা করতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। যদিও কংগ্রেসের একাংশের সাফাই, রাহুলের বাবা রাজীব গান্ধীর কথা বলতে গিয়েই মুখ ফসকে ওই মন্তব্য করে ফেলেছেন খাড়গে।
Trending Tag