Mukul Roy : শরীর ভালো নেই, ইডি-র ডাকে দিল্লি যাবেন না মুকুল রায় !
Amit Shah : ফের বঙ্গে আসবেন অমিত শাহ, যাবেন মায়াপুরে
Dev Ghatal MP TMC : দেবের মন্তব্য ঘিরে অস্বস্তি দলের অন্দরে !
Amit Shah Bengal Tour : ফেব্রুয়ারিতেই বঙ্গে আসছেন শাহ! সঙ্গে থাকতে পারেন নাড্ডা
Rahul Gandhi: মালদায় ঢুকতেই কাঁচ ভাঙল রাহুলের গাড়ির, অভিযুক্তে কে উঠছে প্রশ্ন
Assembly Election Result 2023 Live: হিন্দি বলয়ের বিপর্যয়ের পর ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে কার্যত গেরুয়া ঝড়। হিন্দি বলয়ে বিজেপি আধিপত্য দেখানোর পথে অনেকটাই এগিয়ে। এই পরিস্থিতিতে I.N.D.I.A ব্লকের বন্ধুদের নিয়ে বৈঠকের উদ্যোগ শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের। এর আগে বিজেপি-বিরোধী শিবির তিনটি বৈঠক করেছে। যথাক্রমে- পটনা, বেঙ্গালুরু ও মুম্বইয়ে।
পরবর্তী বৈঠকের আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শরিক দলগুলিকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শরদ পাওয়ার গোষ্ঠী) নেত্রী সুপ্রিয়া সুলে I.N.D.I.A ব্লকের মুম্বই বৈঠকের পরেই অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, পরবর্তী বৈঠক হতে পারে রাজধানীর বুকে।
তবে, ব্লকের আগামী বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, সমাজবাদী পার্টির মতো দল বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে। সপা সুপ্রিমো অখিলেশ যাদব কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, মধ্যপ্রদেশে তাঁদের টিকিট দেয়নি কংগ্রেস। এই পরিস্থিতিতে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এরকম একাধিক ইস্যুর মোকাবিলা কংগ্রেস কীভাবে করবে, কীভাবে I.N.D.I.A ব্লককে এক জায়গায় নিয়ে আসবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।
Trending Tag