Coochbehar Protest : 'বাংলায় দিদি একাই একশো', রাহুলের ন্যায় যাত্রার সময় পোস্টার কোচবিহারে
লোকসভার আগে প্রশ্নের মুখে ইন্ডি জোটের ভবিষ্যৎ। আসন বণ্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মনোমালিন্য অব্যাহত রয়েছে। এদিকে আজই বাংলায় প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেই যাত্রা নিয়েও মুখ ভার মমতার। তাঁর অভিযোগ, "ভারত জোড়ো যাত্রা বাংলায় এসে পৌঁছেছে। কিন্তু, আমাকে তা নিয়ে কংগ্রেস কিছুই বলেনি। এটা একটা সৌজন্য।" আর ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ কোচবিহার প্রবেশের আগে কোচবিহার শহরে বেশ কিছু নাগরিককে পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যেখানে লেখা, "বিজেপিকে ঠেকাতে বাংলায় দিদি একাই একশো"। পোস্টারে কোচবিহার নাগরিকবৃন্দ লেখা থাকলেও অনেকে দাবি, বিক্ষুব্ধরা তৃণমূল কর্মী। এরপর মনোমালিন্য আরও বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
Trending Tag