AYODHYA :রামমন্দিরের নিরাপত্তায় AI ক্যামেরা, নজিরবিহীণ নিরাপত্তা অযোধ্যায়
২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের আগে জোরকদমে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি পর্ব। বেশকিছুদিন আগে রামমন্দিরের বোমা মারার হুমকি ফোনকে হেলায় নিচ্ছে না প্রশাসন। আরও আঁটোসাটো করা হচ্ছে নিরাপত্তা। অযোধ্যার লতা মঙ্গেশকর চকে প্রাথমিকভাবে জঙ্গি দমন শাখার কমোন্ডোদের মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে মন্দির চত্বরজুড়ে। শুধু তাই নয় গোটা জেলা জুড়ে চলবে কড়া নজরদারি । বসানো হচ্ছে ১০ হাজার সিসিটিভি। ওইসব সিসিটিভির মধ্যে কিছু ক্যামেরা চলবে এআইতে। একাধিক ভাষা বলতে পারেন এমন কয়েক হাজার পুলিস মোতায়েন করা হচ্ছে অযোধ্যায়। এর পুণ্যার্থীদের বিভিন্নভাবে সাহায্য করবেন।
Trending Tag
Sheikh Shahjahan: মিলেছে আদালতের নির্দেশ, তড়িঘড়ি শেখ শাহাজাহানের বাড়িতে বসল সিসিটিভি
AYODHYA :রামমন্দিরের নিরাপত্তায় AI ক্যামেরা, নজিরবিহীণ নিরাপত্তা অযোধ্যায়