CM Champai Soren : টানাপোড়েন শেষ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের
দীর্ঘ ৩৬ ঘণ্টার জল্পনায় অবশেষে ইতি। সব টানাপোড়েনকে দূরে সরিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেএমএম নেতা চম্পাই সোরেন (Champai Soren)। আজ সওয়া ১২টার সময় রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ (Jharkhand Governor C. P. Radhakrishnan) তাঁকে শপথবাক্য পাঠ করান। তাঁর পাশাপাশি শপথ নিয়েছেন কংগ্রেস নেতা (Congress Leader) আলমগীর আলম ও আরজেডি নেতা (RJD Leader) সত্যানন্দ ভোগতা। সোরেনের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তাঁরা।
বুধবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Jharkhand Ex Chief Minister Hemant Soren) জমি দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। তারপর রাতের দিকে তাঁকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পর থেকে ঝড় বয়ে গিয়েছে ঝাড়খণ্ডের রাজনীতিতে। জল্পনা ছিল যে হেমন্ত সোরেনের পদত্যাগের পর, তাঁর স্ত্রী কল্পনা সোরেন (Kalpana Soren) মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে পরিবারের আপত্তির মধ্যে, জেএমএম সভায় চম্পাই সোরেনকে আইনসভা দলের নেতা নির্বাচিত করা হয়। বুধবার রাতেই চম্পাই রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানান। বিধায়কদের সমর্থনের চিঠিও জমা দেন।
এদিকে রাজ্যপাল সরকার গঠনের আহ্বান না জানানোয় চম্পাই রাতে তাঁর শিবিরের বিধায়কদের তেলেঙ্গানায় পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় উড়ান বাতিল করা হয়। এরপর বেশি রাতে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ চম্পাইকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে আমন্ত্রণ জানান। সেই মতোই এদিন শপথ নেন চম্পাই। দশদিনের মধ্যে তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়েছে। এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একজন কংগ্রেসের এবং একজন আরজেডির বিধায়ক।
উল্লেখ্য, জেএমএম প্রধান শিবু সোরেনের অনুগত হিসেবে পরিচিত রাজ্য পরিবহন মন্ত্রী চম্পাই সোরেন। ১৯৯০-এর দশকে একটি পৃথক (ঝাড়খণ্ড) রাজ্যের জন্য দীর্ঘ লড়াইয়ে অবদানের জন্য 'ঝাড়খণ্ড টাইগার' (Jharkhand Tiger) নামে পরিচিত ছিলেন। ১৯৯১ সালে সেরাকেলা আসন থেকে উপনির্বাচনে স্বতন্ত্র বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। রাজনীতিতে প্রবেশের আগে বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করতেন চম্পাই। পড়াশোনা করেছেন সরকারি স্কুলে। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা। খুব কম বয়সেই বিয়ে। চার সন্তান রয়েছে তাঁর। ৯০-এর দশকের শেষ দিকে রাজনীতিতে পা। নির্দল হিসেবে লড়াই করে সরাইকেলা আসন থেকে বিধায়ক হয়েছিলেন চম্পাই। পরে যোগ দেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চায়।
Trending Tag