Haldwani Violence : অবৈধ মাদ্রাসা ভাঙতেই উত্তেজনা উত্তরাখণ্ডে! মৃত ২
বেআইনি মাদ্রাসা ও মসজিদ ভেঙে ফেলাতে কেন্দ্র করে উত্তপ্ত দেবভূমি উত্তরাখণ্ড। উত্তেজনা ছড়ায় হালদওয়ানির ভানবুলপুরা এলাকায়। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। এই ঘটনায় কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা প্রায় ২৫০। আহতদের মধ্যে একাধিক পুলিশকর্মীও রয়েছেন। আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারি গাড়িতে। স্থানীয় থানা ঘেরাও করে সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
Trending Tag
Haldwani Violence : অশান্তির জেরে উত্তপ্ত উত্তরাখণ্ড, মৃত ২; জারি কারফিউ
Haldwani Violence : অবৈধ মাদ্রাসা ভাঙতেই উত্তেজনা উত্তরাখণ্ডে! মৃত ২