Howrah Junction: হাওড়া থেকে চালু হল প্রথম 'অ্যালস্টম' ইএমইউ কামরার ট্রেন
পূর্ব রেলের হাওড়া বিভাগ থেকে প্রথম 'অ্যালস্টম' ইএমইউ কামরা চালু করা হল। দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের দিনে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বিশেষ রেক বিশিষ্ট কামরার ট্রেন চালু করে পূর্ব রেল। এই কামরাগুলিতে হাতে আঁকা বিভিন্ন চিত্র অঙ্কিত হয়েছে। কামরার দেওয়ালে, যাত্রী আসনের পিছনে বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর চিত্র আঁকা হয়েছে। কামরার বাইরের দেওয়াল জুড়ে দেশনায়ক নেতাজি সহ প্রজাতন্ত্র দিবসের ভাবনাকেও ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধন উপলক্ষে যাত্রীদের পূর্ব রেলের পক্ষ থেকে লাড্ডু বিতরণ করা হয়।
এই কামরাগুলিতে যাত্রী স্বাছন্দ ও সুরক্ষার কথা মাথায় রেখে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে ডিসপ্লে বোর্ড। হাওড়া বিভাগের মুখ্য প্রবন্ধক সঞ্জীব কুমার জানান, ' বারো কামরার অ্যালস্টম রেক হাওড়া বিভাগে প্রথম চালু করা হলো। এই কামরাগুলো সম্পূর্ন স্টিল দিয়ে তৈরি। যার দরুন অনেক বেশি মজবুত ও অগ্নিনিয়ন্ত্রক হয়। এতে এয়ার স্প্রিং ব্যবস্থা থাকার জন্য যাত্রাকালীন অভিজ্ঞতা অনেক সুখদায়ক হয়। এই রেকের সবকটি কামরাতে সিসিটিভি ক্যামেরা ও মহিলা কামরাতে 'প্যানিক বটন' দেওয়া হয়েছে। কোনো বিশেষ পরিস্থিতিতে ওই বটনের মাধ্যমে মহিলা যাত্রীরা সরাসরি মোটম্যানের সঙ্গে কথা বলতে পারবেন। আগামীদিনে যে নতুন রেক আসবে তাতে এই ধরণের ব্যবস্থা রাখা হবে।'
Trending Tag
Howrah Junction: হাওড়া থেকে চালু হল প্রথম 'অ্যালস্টম' ইএমইউ কামরার ট্রেন
Flowers price in market: উৎসবের মরশুমে চড়া দামে বিকোচ্ছে ফুল, নাজেহাল আমজনতা