Monday, November 25, 2024

Logo
Loading...
upload upload upload

Flowers price in market: উৎসবের মরশুমে চড়া দামে বিকোচ্ছে ফুল, নাজেহাল আমজনতা 

Bengal Hour Bureau | 21:00 PM, Tue Feb 13, 2024

রাত পোহালেই সরস্বতী পূজা ও ভ্যালেন্টাইনস ডে। এই বছর দুটি অনুষ্ঠানই একই দিনে পড়েছে। যদিও দুই বিশেষ পর্বের জাঁতাকলে পরে জল ঝরছে ক্রেতাদের চোখ থেকে। ফুলের দাম শুনে আঁতকে উঠছে আমজনতা। এই বছরে অকাল বৃষ্টির কারণে বহু ফুলের গাছ নষ্ট হয়েছে যার জেরে ধাক্কা খেয়েছে ফুল চাষ। ফুলের জোগান কম থাকায় ফুলের দাম বাড়ছে হুহু করে। আর তাতেই গৃহস্থ্যের কপালে পড়েছে চিন্তার ভাঁজ । অগত্যা কোপ পড়ছে ফুল ক্রেতাদের বাজেটে। ফেব্রুয়ারি মাসে একদিকে বিবাহের মরশুম চলছে, এরই মধ্যে পড়েছে সরস্বতী পুজো। আবার সেই দিনেই ভ্যালেন্টাইন্স ডে। তাই বাজারে বেড়েছে ফুলের চাহিদা। দাম বেশি থাকায় পুজো উদ্যোক্তা থেকে শুরু করে গৃহস্থ্যে সবারই যে ফুল কিনতে অনেক বেশি গ্যাটের কড়ি খসাতে হচ্ছে তা বলাই বাহুল্য।

হাওড়ার ফুল বাজার জগন্নাথ ঘাট। মঙ্গলবার সকাল থেকেই সেই ফুল বাজারে ক্রমশই ভীড় বাড়ছে। কলকাতার সিঁথির মোড় থেকে জগন্নাথ ঘাটের ফুলের বাজারে আসেন ক্রেতা সন্দীপন মন্ডল। সন্দীপন বলেন,' এবছর ফুলের দাম অনেক বেশি।আমি আগেও এখান থেকে ফুল কিনেছি। এত দাম ছিল না। বাড়ির পুজার জন্য যতটুকু প্রয়োজন সেটুকুই কিনলাম”। সন্দীপনের মতোই চড়া দামেই সরস্বতী পুজোর জন্য পদ্ম ও পলাশ কিনছেন অন্য ক্রেতারাও।

বর্ধমান থেকে বন্ধুর বিবাহের ফুল কিনতে আসেন বিশ্বজিত। তিনি বলেন,' ফুলের যা দাম হাত দেওয়া যাচ্ছে না। গোলাপের মারাত্মক দাম। রজনীগন্ধা কেউ একশো, কেউ দুশো টাকা দাম চাইছে। এই বছর অকাল বৃষ্টির জন্যই বাজারে ফুলের দাম এত চড়া”
যদিও ফুলের দাম আরও বাড়বে বলেই দাবি বিক্রেতাদের।এখন মোটামুটি ৪০০ টাকা বাসন্তী, ৩০০ টাকা লাল ফুল, গোলাপ একশো পিস ৪০০ টাকা দামে বিক্রি হলেও দাম আরও বাড়বে। ফুল বিক্রেতা মন্টু নায়েক বলেন, “এবছর অকাল বৃষ্টির জন্য ফুলের গাছ নষ্ট হয়েছে।তাই ফুলের দাম চড়া”।
অতএব উৎসবের মরশুমে মনের মত ফুল কিনতে গেলে বেশ ভাল মতই বেগ পেতে হবে পুজো উদ্যোক্তা সহ গৃহীদের তা বোঝাই যাচ্ছে।

upload
upload