Earthquake : ভোরের দিকে কেঁপে উঠল লেহ-লাদাখ, ভূমিকম্প অনুভূত কিরগিজস্তানেও
ভারতের লেহ-লাদাখ থেকে সাত সমুদ্র পেরিয়ে কিরগিজস্তান পর্যন্ত মঙ্গলবার সকালে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এই তথ্য দিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, লেহ এবং লাদাখে সকাল ৫টা ৩৯ মিনিটে যে ভূমিকম্প হয়েছিল রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৪। বর্তমানে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে, মঙ্গলবার কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্ত এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ৬। ভূমিকম্পে প্রাণহানি বা সম্পদের কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পটি ছিল ১০ কিলোমিটার গভীরে।
Trending Tag
Earthquake : ভোরের দিকে কেঁপে উঠল লেহ-লাদাখ, ভূমিকম্প অনুভূত কিরগিজস্তানেও