Friday, April 04, 2025

Logo
Loading...
upload upload upload

Wife kills Husband:কাঁচি দিয়ে গলা কেটে স্বামীকে খুন, গ্রেফতার অভিযুক্ত স্ত্রী

Mayuri Datta | 11:34 AM, Wed Jan 24, 2024

পারিবারিক বিবাদের জেরে স্বামীর গলা কেটে খুন। কাঁচি দিয়ে গলা কেটে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পঞ্জাবের লুধিয়ানার ঘটনায় চাঞ্চল্য। জানা যাচ্ছে, ১২ বছরের ছেলের সামনেই এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন সেই মহিলা। প্রায়শই দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকত বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। মঙ্গলেও তাদের বিতন্ডা চরমে ওঠে। ঠিক তখনই অভিযুক্ত স্ত্রী স্বামীর দিকে কাঁচি ছুঁড়ে মারেন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

upload
upload