Friday, April 04, 2025

Logo
Loading...
upload upload upload

CRIME : গেম খেলা নিয়ে বচসার জেরে বন্ধুকে খুন, দেহ পোড়ানোর অভিযোগ ৪ নাবালকের বিরুদ্ধে

Mayuri Datta | 12:01 PM, Thu Jan 18, 2024

গেম খেলা থেকে বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি মুর্শিদাবাদে। চার নাবালক বন্ধু মিলে তাঁদেরই আর এক বন্ধুকে খুন করার ঘটনায় চাঞ্চল্য। পরিবারের দাবি,গত বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল পাপাই। নিখোঁজ ডায়েরি করার পর থেকেই তল্লাশি শুরু করে পুলিশ। গত ১৫ জানুয়ারি পাপাইয়ের মৃতদেহ উদ্ধার হয় ফরাক্কা ব্যারাজ নিশিন্দ্রা ঘাট ফিডার ঘাট সংলগ্ন জঙ্গল থেকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গেম খেলা থেকে বচসার জেরেই বন্ধুকে খুন করে পুড়িয়ে দেয় ৪ নাবালক। হাড়হিম করা ঘটনা শুনে চমকে ওঠেন পুলিশ আধিকারিকও। ৪ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

upload
upload