Nitish Kumar : মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, বিকেলেই ফের শপথ
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবার সকাল ১১টা নাগাদ বিহারের রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দেন। বিকেলেই তিনি এনডিএ-তে যোগ দিতে পারেন। তারপর ফের শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে। রাজভবন থেকে বেরিয়ে নীতীশ বলেন, “মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। দলের মতামত নিয়েই ইস্তফা দিয়েছি। আগের জোট ছেড়ে নতুন জোটে যোগ দেব। ইন্ডিয়া জোটের বৈঠক আয়োজন থেকে আলোচনা কী কী না করেছি, কিন্তু কিছুই হচ্ছে না।” উল্লেখ্য, ২০২২ সালে যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং আরজেডি-কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহাগঠবন্ধন জোট তৈরি করেছিলেন। দেড় বছর কাটতে না কাটতেই আবার সেই জোট ভেঙে এনডিএ-তে ফিরবেন নীতীশ।
Trending Tag