Sunday, November 24, 2024

Logo
Loading...
upload upload upload

Pakistan Eelction : নিজেদের জয়ী ঘোষণা নওয়াজ-ইমরানের, দড়ি টানাটানি অব্যাহত পাকিস্তানে

Maitreyi Mukherjee | 11:23 AM, Sat Feb 10, 2024

তাঁরা দু'জনেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Pakistan Election)। দু'জনেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। এবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে তাঁরা দু'জনেই লড়েছিলেন। আর কয়েক দফা গণণনা শেষ হওয়ার পর দু'জনেই নিজেদের জয়ী ঘোষণা করলেন। নওয়াজ শরিফ (Nawaz Sharif) ও ইমরান খানের (Imran Khan) নিজেরদের জয়ী ঘোষণার পর থেকে আবারও পাকিস্তান রাজনীতিতে টানাপোড়েন শুরু হবে বলে অনুমান কূটনৈতিক বিশেষজ্ঞদের।



প্রায় ৪৮ ঘণ্টা কাটতে চলেছে ভোট গণনার। তারপরও ভোটের ফলাফল স্পষ্ট হচ্ছে না পাকিস্তানে। প্রাথমিক গণনার পর দেখা গিয়েছিল, বেশিরভাগ আসনেই এগিয়ে ছিলেন ইমরান খান তথা পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। পরে নওয়াজ শরিফের দল পিএমএলএন-ও এগিয়ে যায় বেশ কিছু আসনে। প্রাথমিক গণনার ফল সামনে আসার পর অনেকেই ভেবেছিলেন জেলে থেকেই বাজিমাত করেছেন ইমরান। ফের একবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখা যাবে তাঁকে। কিন্তু, সেই সম্ভাবনায় জল ঢেলে নওয়াজ ঘোষণা করেন, "আমরা জিতে গিয়েছি"। যেহেতু পিএমএলএন সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই বাকি রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে জোট সরকার গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন নওয়াজ শরিফ। এর ফলে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েই যাচ্ছে ইসলামাবাদে। কে সরকার গঠন করবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।



একক দল হিসেবে সবথেকে বেশি আসন পেয়েছেন নওয়াজের দল। যেহেতু ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবার একক দল হিসেবে ভোটে লড়েনি, তাই সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠ বলে ধরা যাচ্ছে না তাদের। এদিকে, নওয়াজ শরিফ জয়ের কথা ঘোষণা করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারবে না তাঁর দল। তাই অন্যান্য রাজনৈতিক দলের শরণাপন্ন হচ্ছেন তিনি।



এদিকে গণনা শেষ হওয়ার আগে পিটিআই-এর তরফে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। যেখানে নওয়াজের দাবি উড়িয়ে দিয়েছেন ইমরান। তাঁর দাবি, তাঁর প্রার্থীরাই জিতেছে। সবাইকে অভিনন্দনও জানাচ্ছে পিটিআই। এমনকী, 'লন্ডন প্ল্যান' ব্যর্থ বলে দাবি করেছেন ইমরান।



মোট ২৬৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে পাকিস্তানে। তার মধ্যে তিন-চতুর্থাংশ আসনের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরই জয় ঘোষণা করেছেন নওয়াজ। বিশ্লেষকরা মনে করছেন, পাক ভোটে ত্রিশঙ্কু হতে পারে, সম্ভবত কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইমরান খান সমর্থির নির্দল প্রার্থীরা জিতেছেন ৯৮টি আসনে, পাকিস্তান মুসলিম লিগ -নওয়াজ জিতেছে ৬৯ আসনে ও পিপিপ জিতেছে ৫১টি আসনে। বাকি আসনে অন্যান্য কিছু ছোট দল জিতেছে। এবার তাদের সঙ্গে আলোচনার করেই জোট করে ক্ষমতায় ফিরতে পারেন নওয়াজ শরিফ।

upload
upload