Hemant Soren:হেমন্তের রাঁচির বাড়িতে ইডি, এলাকা ঘিরে কড়া নিরাপত্তা
Mayuri Datta | 15:20 PM, Wed Jan 31, 2024
Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ
Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Mayuri Datta | 13:40 PM, Wed Jan 31, 2024
Bengali Cinema: ‘শাস্ত্রী’ সিনেমায় ফের দেখা যাবে মিঠুন- দেবশ্রী জুটি, দর্শকমহলে উন্মাদনা
Mayuri Datta | 12:48 PM, Wed Jan 31, 2024
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Mayuri Datta | 12:22 PM, Wed Jan 31, 2024
Kolkata Police : সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Mayuri Datta | 11:43 AM, Wed Jan 31, 2024
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Mayuri Datta | 10:36 AM, Wed Jan 31, 2024
Kashmir Snowfall: শ্বেতসুন্দরী কাশ্মীর, সাদা বরফের চাদরে পার্বত্য এলাকা
Mayuri Datta | 10:30 AM, Wed Jan 31, 2024
Kolkata high court: বিচারপতি দ্বন্দ্বের জের! প্রাথমিক মামলা সরানো হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে
Mayuri Datta | 17:50 PM, Tue Jan 30, 2024
Chandigarh Mayor Election: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি, ব্যর্থ 'ইন্ডিয়া' মঞ্চ!
Mayuri Datta | 17:39 PM, Tue Jan 30, 2024
Uttarakhand : উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন রাধা রাতুরি
Mayuri Datta | 17:14 PM, Tue Jan 30, 2024
Nawaz Sharif : নওয়াজ বা বিলাবল নন, সবাইকে চমকে দিয়ে পাক প্রধানমন্ত্রী হচ্ছেন অন্য কেউ!
ভোট মিটে গিয়েছে অনেক দিন আগেই। শেষ গণনাও। কিন্তু, পাকিস্তানে প্রধানমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা নিয়ে এখনও পর্যন্ত টালবাহানা চলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutto-Zardari)। তারপর অনেকেই ভেবেছিলেন ফের একবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নওয়াজ শরিফ (Nawaz Sharif)। কিন্তু, তার মাঝেই এল নতুন টুইস্ট। ভাই শাহবাজ শরিফকে (Shehbaz Sharif) প্রধানমন্ত্রীর জন্য মনোনীত করেছেন নওয়াজ।
মঙ্গলবার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি শাহবাজ শরিফকে দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে দল। মূলত নওয়াজের ইচ্ছেতেই তাঁর ভাইয়ের নাম মনোনীত করা হয়েছে। এক্স হ্যান্ডলে পিএমএল-এন মুখপাত্র মারিয়াম অওরঙ্গজেব জানিয়েছেন, পিএমএল-এন প্রধান ৭৪ বছরের নওয়াজ তাঁর ছোট ভাই ৭২ বছরের শাহবাজকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এবং তাঁর কন্যা ৫০ বছরের মারিয়াম নওয়াজকে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন সম্পন্ন হয়। পিএমএল-এন, পিপিপি বা পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কেউই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। তবে শুরু থেকেই নওয়াজ ভেবেছিলেন এবার হয়তো তাঁর দল পিএমএল-এন সংখ্যা গরিষ্ঠতা পেয়ে বাজিমাত করবে। কিন্তু, তা আর সম্ভব হয়নি। বরং জেলে বসে ভোটে লড়ে বাজিমাত করেছিলেন ইমরান খান (Imran Khan)। তিনি জেলে থাকায় দলীয় প্রতীক কেড়ে নিয়েছিল নির্বাচন কমিশন। তার জেরে নির্দল প্রতীকেই তাঁর নেতৃত্বে লড়েছিল অনুগামীরা। একাধিক আসনে জয়ী হয়েছে ইমরানের দল। তবে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় কোনও আসনই জিততে পারেনি মূল তিনটি দলই।
এরই মধ্যে মঙ্গলবার পিপিপির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। ৩৫ বছরের বিলাবল জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। বরং, প্রেসিডেন্ট পদের জন্য তাঁর বাবা আসিফ আলি জারদারি উপযুক্ত। পাশাপাশি এ-ও জানিয়েছিলেন যে, তাঁর দল পিএমএল-এনকে সমর্থন করলেও সরকারের অংশ হবে না। তখন অনেকেই ভেবেছিলেন চতুর্থবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নওয়াজ। কিন্তু, তারপরই ঘুরে যায় খেলা। নওয়াজ নিজেই মনোনীত করেন ভাই শাহবাজকে।
প্রসঙ্গত, পিএমএল-এনের সঙ্গে রয়েছে পাকিস্তানের সেনার সমর্থন। কিন্তু, সেনার সর্বাত্মক সমর্থন নিয়েও জনসমর্থনে সেই জোয়ার তুলতে ব্যর্থ হয়েছেন নওয়াজ। আর সেনার সমর্থন থাকার ফলে নওয়াজের প্রধানমন্ত্রী হওয়া যে শুধু সময়ের অপেক্ষা তা ভেবে নিয়েছিলেন শাহবাজও। খেলা যে এভাবে ঘুরে যাবে তা ভাবতে পারেননি তিনিও। কিন্তু, রাত বাড়তেই ভাইয়ের নাম পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে একেবারে তাক লাগিয়ে দিলেন নওয়াজ।
Amit Shah On CAA : "লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে সিএএ", বড় ঘোষণা শাহর
নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) চালু হতে আর বেশিদিন বাকি নেই। লোকসভা নির্বাচনের আগেই তা চালু হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার একটি বাণিজ্য সম্মেলনেই যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১৯ সালে এই আইন তৈরি হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই এই আইন কার্যকর করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম জারি করা হবে।”
২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ওই আইন অনুযায়ী, বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। সংসদের দু’কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু, এখনও পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। সিএএ প্রসঙ্গে শাহ বলেন, "দেশের মুসলিম ভাইদের সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে এবং উসকানো হচ্ছে। যাঁরা পাকিস্তান (Pakistan), আফগানিস্তান ও বাংলাদেশের নিপীড়নের শিকার হওয়ার পর ভারতে এসেছিলেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ তৈরি করা হয়েছে। কারও ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন আনা হয়নি।"
জানুয়ারি মাসে ওই আইনের ধারা তৈরির জন্য সপ্তম বার সময়বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছিল সংসদীয় সচিবালয়। সরকারি সূত্রের খবর, সেই কাজ শেষ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাড়ে চার বছর ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে। লোকসভা ভোটের আগে তা প্রশমনের উদ্দেশ্যে সিএএ কার্যকরে সক্রিয় হতে পারে মোদী সরকার। বস্তুত, শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় শাহই তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, "সিএএ দেশের একটি আইন। তা অবশ্যই কার্যকর করা হবে। এ বিষয়ে কোনও সংশয় থাকাই উচিত নয়।"
সিএএ-র পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির ফল কেমন হবে তারও একটা পূর্বাভাস দেন শাহ। এনডিএ যে ৪০০ আসন পার করবে সেই বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। বলেন, "৩৭০টি আসনে জয়ী হবে বিজেপি, এনডিএ ৪০০-রও বেশি আসন পাবে লোকসভা নির্বাচনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তৃতীয়বার সরকার গঠন হবে। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনও ধোঁয়াশা নেই। এমনকী, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও বুঝে গিয়েছে তাদের আবার বিরোধী বেঞ্চেই বসতে হবে। আমরা ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করেছি। আমাজের বিশ্বাস দেশের জনগণ বিজেপিকে ৩৭০টিরও বেশি আসনে জয়ী করে আশীর্বাদ করবে।"
Pakistan Eelction : নিজেদের জয়ী ঘোষণা নওয়াজ-ইমরানের, দড়ি টানাটানি অব্যাহত পাকিস্তানে
তাঁরা দু'জনেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Pakistan Election)। দু'জনেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। এবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে তাঁরা দু'জনেই লড়েছিলেন। আর কয়েক দফা গণণনা শেষ হওয়ার পর দু'জনেই নিজেদের জয়ী ঘোষণা করলেন। নওয়াজ শরিফ (Nawaz Sharif) ও ইমরান খানের (Imran Khan) নিজেরদের জয়ী ঘোষণার পর থেকে আবারও পাকিস্তান রাজনীতিতে টানাপোড়েন শুরু হবে বলে অনুমান কূটনৈতিক বিশেষজ্ঞদের।
প্রায় ৪৮ ঘণ্টা কাটতে চলেছে ভোট গণনার। তারপরও ভোটের ফলাফল স্পষ্ট হচ্ছে না পাকিস্তানে। প্রাথমিক গণনার পর দেখা গিয়েছিল, বেশিরভাগ আসনেই এগিয়ে ছিলেন ইমরান খান তথা পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। পরে নওয়াজ শরিফের দল পিএমএলএন-ও এগিয়ে যায় বেশ কিছু আসনে। প্রাথমিক গণনার ফল সামনে আসার পর অনেকেই ভেবেছিলেন জেলে থেকেই বাজিমাত করেছেন ইমরান। ফের একবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখা যাবে তাঁকে। কিন্তু, সেই সম্ভাবনায় জল ঢেলে নওয়াজ ঘোষণা করেন, "আমরা জিতে গিয়েছি"। যেহেতু পিএমএলএন সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই বাকি রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে জোট সরকার গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন নওয়াজ শরিফ। এর ফলে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েই যাচ্ছে ইসলামাবাদে। কে সরকার গঠন করবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
একক দল হিসেবে সবথেকে বেশি আসন পেয়েছেন নওয়াজের দল। যেহেতু ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবার একক দল হিসেবে ভোটে লড়েনি, তাই সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠ বলে ধরা যাচ্ছে না তাদের। এদিকে, নওয়াজ শরিফ জয়ের কথা ঘোষণা করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারবে না তাঁর দল। তাই অন্যান্য রাজনৈতিক দলের শরণাপন্ন হচ্ছেন তিনি।
এদিকে গণনা শেষ হওয়ার আগে পিটিআই-এর তরফে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। যেখানে নওয়াজের দাবি উড়িয়ে দিয়েছেন ইমরান। তাঁর দাবি, তাঁর প্রার্থীরাই জিতেছে। সবাইকে অভিনন্দনও জানাচ্ছে পিটিআই। এমনকী, 'লন্ডন প্ল্যান' ব্যর্থ বলে দাবি করেছেন ইমরান।
মোট ২৬৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে পাকিস্তানে। তার মধ্যে তিন-চতুর্থাংশ আসনের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরই জয় ঘোষণা করেছেন নওয়াজ। বিশ্লেষকরা মনে করছেন, পাক ভোটে ত্রিশঙ্কু হতে পারে, সম্ভবত কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইমরান খান সমর্থির নির্দল প্রার্থীরা জিতেছেন ৯৮টি আসনে, পাকিস্তান মুসলিম লিগ -নওয়াজ জিতেছে ৬৯ আসনে ও পিপিপ জিতেছে ৫১টি আসনে। বাকি আসনে অন্যান্য কিছু ছোট দল জিতেছে। এবার তাদের সঙ্গে আলোচনার করেই জোট করে ক্ষমতায় ফিরতে পারেন নওয়াজ শরিফ।
Pakistan General Election 2024 : জেলে বসেই 'বাজিমাত' ইমরানের! বোল্ড আউটের সম্ভাবনা শরিফ-ভুট্টোদের
গ্রেফতারির পর থেকে সেই জেলেই রয়েছেন পাকিস্তানের (Pakistan Election) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। জেলে বসেই ম্যাজিক দেখাচ্ছেন তিনি। এবারের নির্বাচনে (Pakistan General Election) তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। দলীয় প্রতীকে লড়তে পারছে না তাঁর দলের কেউই। তার পরিবর্তে বেগুন প্রতীক নিয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থীরা। আর সেই নির্দলে লড়েই বাজিমাত করতে চলেছেন তিনি। অন্তত ভোটগণনার প্রাথমিক রিপোর্ট সেই কথাই বলছে।
পাকিস্তানের স্থানীয় সময় অনুসারে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়েছিল। কিন্তু, তারপরই গণনা শুরু করা যায়নি। বেশ কয়েক ঘণ্টা পর শুরু হয় গণনা। তারপর নির্বাচন কমিশনের তরফে ভোর ৩টের সময় সাংবাদিক বৈঠক করে প্রাথমিক ফলাফল জানানো হয়। অধিকাংশ আসনেই এখন গণনা চলছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, ১২৫টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা এগিয়ে মাত্র ৪৪টি আসনে। আর বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে মাত্র ২৮ আসনে। ৩৩৬ আসনের পাকিস্তান লোকসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯টি আসন।
এদিকে গণনায় দেরি হওয়ার জন্য মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তকেই দায়ী করা হচ্ছে। তবে, স্থানীয় স্তরে গণনার উপর ভিত্তি করে, পাক সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, জয়ের বিষয়ে এখনও পর্যন্ত সবার আগে রয়েছে ইমরান খানের দলই। প্রসঙ্গত, ইমরানের নাম জড়িয়েছে একাধিক মামলায়। দোষী সাব্যস্ত হয়ে এখন জেলে রয়েছেন তিনি। তার জেরে এবার ভোটে দাঁড়াতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে তাঁর দল পিটিআই-এর নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। সেই কারণে এবার নির্দল প্রার্থী হিসেবে অন্য প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামেন তিনি। আর সেখানেই একেবারে তাক লাগিয়ে দিয়েছেন।
যদিও এবার অনেকেই ভেবেছিলেন যে নির্বাচনে বাকি রাজনৈতিক দলের তুলনায় এগিয়ে থাকবে নওয়াজ শরিফের পিএমএল-এন পার্টি। মনে করা হচ্ছিল সব থেকে বেশই আসন তারাই জিতবে। এমনকী, নওয়াজ শরিফের উপর পাক সামরিক নেতৃত্বের আশীর্বাদও ছিল। কিন্তু, প্রাথমিক ফলাফল যা দেখা যাচ্ছে তাতে মুখ থুবরে পড়েছে শরিফ-ভুট্টোরা।
আর প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ইমরান। লেখেন, “জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ণ করার জন্য সম্ভাব্য প্রতিটি পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও, আমাদের জনগণ আজ ব্যাপক হারে ভোট দিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। আমরা বারবার বলেছি, সময়ের দাবিতে যে ধারণার জন্ম হয়, কোনও শক্তি তাকে পরাজিত করতে পারে না।”
Pakistan Election : শান্তিতে নির্বাচন মেটাতে পাকিস্তানে বন্ধ মোবাইল পরিষেবা! ক্ষুব্ধ স্থানীয়রা
আজ থেকে পাকিস্তানে (Pakistan) শুরু হয়েছে সাধারণ নির্বাচন। এর মধ্যেই দেশজুড়ে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আপাতত জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেখান থেকেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন তিনি। এরপর তাঁর দল পিটিআই (PTI) কর্মীদের মনোবল বাড়াতে ইমরানের একটি পুরোনো ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তাঁর স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। সেই ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, "ভোটটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র, আপনারা ঠিকঠাকভাবে ভোট দিন।"
গত কয়েক বছর ধরে তলানিতে ঠেকেছে পাকিস্তানের অর্থনীতি। ভাঁড়ার ক্রমশ শূন্য। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। তার সঙ্গে দেশের ভিতরে ও বাইরে কোথাও কোনও শান্তি নেই ভারতের এই পড়শি দেশটির। আর এই পরিস্থিতির মধ্যেই নির্বাচন হচ্ছে পাকিস্তানে। গত কয়েকদিনে দেশের অভ্যন্তরে লাগাতার হামলা চালিয়েছে পাক তালিবান-সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। তাই নির্বাচনের দিন যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইসলামাবাদে সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। যদিও সকাল থেকে নির্বাচনে সাধারণ মানুষের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি।
এদিকে নির্বাচনের জন্য ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। তাঁরা জানিয়েছেন, সকাল থেকে বিভিন্ন বুথে সমস্যা হচ্ছে, কিন্তু তা কাউকে জানানোর কোনও জায়গা নেই। ফোন বন্ধ হওয়ায় রীতিমতো চিন্তিত তাঁরা। এ প্রসঙ্গে পাকিস্তান পিপল পার্টির প্রাক্তন সেনেটর মুস্তফা নওয়াজ খোখার বলেন, "ভোটের দিন মোবাইল পরিষেবা বন্ধ করা মানে কারচুপির শুরু করা।" নির্বাচনের দিন প্রার্থীদের তাঁদের এজেন্ট এবং কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার এই ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তাদের মতে, পাকিস্তান টেলিকমিউনিকেশন 'বিশ্বাসঘাতকতা' করেছে।
তবে এই নির্বাচনে কে জেতে এখন সেদিকে নজর রয়েছে ভারতের। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনও দল। যদিও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছে ইমরান খান, তারপরেই পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফ ও তিন নম্বরে আছে বিলাওয়াল ভুট্টো জারদারি। সকাল ৮টায় শুরু হয়েছে নির্বাচন এবং শেষ হবে বিকেল ৫টায়।
এদিকে নির্বাচনের আগের দিনই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল বালুচিস্তান। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। জানা গিয়েছে, নির্দল প্রার্থীর নির্বাচনী দফতরের সামনেই প্রথম বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় বিস্ফোরণও ঘটে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে।
Pakistan Currency : এবার মোদীর পথ অনুসরণ করবে পাকিস্তান!
বছর কয়েক আগে ক্ষমতায় এসে দেশে ‘কালা ধন’ এর বাড়বাড়ন্ত রুখতে নোটবন্দীর পথে হেঁটেছিল মোদী সরকার। এবার নিজেদের দেশে কালো টাকা এবং জাল নোটের সমস্যা রুখতে মোদীর দেখানো পথেই হাঁটবার কথা ভাবছে প্রতিবেশী দেশ পাকিস্তান। আর্থিক সঙ্কটে ভুগতে থাকা ভারতের এই দেশটি খুব শীগগিরিই ‘নোটবন্দী’র পথে হাঁটবার সিদ্ধান্ত নিয়েছে। বিগত কয়েক দশক ধরেই দারিদ্র, আর্থিক সঙ্কট, মূল্যবৃদ্ধির মতো সমস্যাগুলি নিয়ে নাজেহাল পাকিস্তান। এতটাই যে বারবার সরকার বদলেও মেটেনি সমস্যা। পাকিস্তানী জনগণও প্রবলভাবে সরকারের সমালোচনায় মুখর। এমতাবস্থায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথকেই আঁকড়ে ধরতে চাইছে প্রতিবেশী রাষ্ট্রটি।
সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘স্টেস্ট ব্যাঙ্ক অফ পাকিস্তান’ (এসবিপি) এর তরফে ঘোষণা করা হয়েছে যে বাজারে প্রচলিত সমস্ত পুরনো নোট বদলে নতুন নোট আনতে চলেছে সে দেশের সরকার। এর অর্থ পাকিস্তানী বাজারে চলা ২০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সমস্ত নোট তারা বাতিল করবে। তার বদলে চালু হবে নতুন ধরণের নোট। পাকিস্তানের এই কেন্দ্রীয় ব্যাঙ্কটির তরফে জানানো হয়েছে যে সে দেশে জাল নোটের কারবার রুখতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফে।
উল্লেখযোগ্য, এর আগে মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৬ সালের ৮ নভেম্বর ভারতের বাজার থেকে পুরনো ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করেছিল। তার বদলে সরকারি তরফে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট চালু করা হয়ছিল। মোদী সরকারের যুক্তি ছিল দেশ থেকে কালো টাকার রমরমা রুখতেই এমন পদক্ষেপ নিচ্ছেন তারা। ভারত সরকারের তরফে আরও দাবি ছিল যে, যে সমস্ত ব্যক্তিরা কালো টাকা রাখছেন তারা নোট বদলের কারণে বিপদে পড়বে পাশাপাশি ভারতের অর্থনীতিতেও আসবে স্বচ্ছতা।
ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে খারাপ সম্পর্ক থাকলেও সেই ভারতীয় প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটতে চলেছে পাকিস্তান সরকার। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের গভর্নর জামিল আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন এবং উন্নত মানের নোট চালু করা হবে। এই নতুন নোটগুলিতে আন্তর্জাতিক মানের বৈশিষ্ট্য থাকার পাশাপাশি প্রত্যেকটি নোটেই স্বতন্ত্র সিকিউরিটি নম্বরও থাকবে।
জামিল আরও জানিয়েছেন, চালু হতে চলা নতুন নোটগুলির নকশাও অত্যাধুনিক মানের করা হয়েছে যাতে সেগুলিকে সহজে জাল না করা যায়। তিনি আরও বলেছেন, এই নোটবন্দীর সিদ্ধান্তের পেছনে রয়েছে পাকিস্তানের অর্থনীতি এবং অর্থ ব্যবস্থার প্রতি যাতে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করা। অন্যদিকে বৈশ্বিক অর্থনীতি বিশেষজ্ঞদের মত অনুযায়ী, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের উদ্বেগ বেড়েছে সেখানকার বাজারে জাল নোটের রমারমা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে। তাই নতুন নোট চালু হলে সে দেশের আর্থিক নির্ভরযোগ্যতা অনেকটাই বৃদ্ধি পাবে।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কটির গভর্ণর জামিল সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, এই নোট বদলের প্রক্রিয়াটি ধীরে ধীরে হবে যাতে আর্থিক সামঞ্জস্য বজায় রাখা যায়। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেখানকার বাজারে চলা ২০টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা এবং ৫০০০ টাকার নোট বদল করে নতুন নোট চালু করবে। তবে সে দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা নোটের কালো বাজারি রুখতে নতুন ৫০০০ টাকার নোট চালু করা উচিৎ কি না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে পাকিস্তানী বাজারে ৫০০০ টাকার নোটের কারণেই পাকিস্তান আর্থিক সংকটের মুখে দাঁড়িয়েছে। কারণ ৫০০০ টাকার নোট সহজেই জাল করা যায়।
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে এক দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদন্ডের সাজা শোনাল পাকিস্তানের আদালত। মঙ্গলবারই প্রধানমন্ত্রী থাকাকালীন স্পর্শকাতর রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় ১০ বছরের কারবাসের সাজা শোনানো হয়েছিল। তার একদিন পর ফের ধাক্কা খেলেন ইমরান। প্রসঙ্গত ইমরান খান ইতিমধ্যেই কারবাসে রয়েছেন। এর মধ্যে আরও দুটি মামলায় কারাবাসের সাজা ঘোষণা হওয়ায় পাকিস্তানের সাধারণ নির্বাচনে তাঁর লড়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।
Imran Khan: গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস! ১০ বছরের কারাদণ্ডের সাজা ইমরান খানকে
ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড! সাইফার মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। মঙ্গলবার পাকিস্তানের এক বিশেষ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত এই রায় দিল। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মামলার শুনানি হয়।
ইসলামাবাদ হাইকোর্ট অবশ্য এই ইমরান ও শাহ মাহমুদের বিচার বাতিল এবং অকার্যকর ঘোষণা করেছিল। তারপরই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ২০২৩-এর আওতায় এই বিশেষ আদালত গঠন করা হয়েছিল। তারাই আজ সাইফার মামলায় ইমরান এবং শাহ মাহমুদকে ১০ বছরের কারাদণ্ড দিল।
Iran – Pakistan Conflict : পাকিস্ত্বানে ফের হামলা করতে পারে ইরান, আগাম সতর্কতা ইসলামাবাদে
ইরানে অতর্কিতে হামলার পর এবার পাকিস্তানে সতর্কতা জারি। পাকিস্তানে যে কোনও মুহূর্তে ফের হামলা চলতে পারে, আশঙ্কা করা হচ্ছে। ফলে পাকিস্তান জুড়ে জারি করা হয়েছে উচ্চ পর্যায়ের সতর্কতা। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এই সতর্কতা জারি করা হয়েছে। তেহরান যে কোনও মুহূর্তে ফের পাকিস্তানের যে কোনও জায়গায় বিমান হামলা চালাতে পারে। সেই কারণে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে পাক বিদেশ মন্ত্রকের তরফে।
সম্প্রতি বালোচিস্তানে হামলা চালাায় ইরানের সেনা। বালোচিস্তানে জইশ-উল-আদালের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। ইরানের ওই হামলার পর তা বেআইনি বলে দাবি করে পাকিস্তান। শুধু তাই নয়, বৃহস্পতিপবার ভোরে অতর্কিতে পাকিস্তান হামলা চালায় ইরানে। যার জেরে পরপর ৯ জনের মৃত্যু হয়।
PAKISTAN HITS IRAN: ইরানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের
বালুচিস্তানে হামলার বদলা নিতে ইরানে প্রত্যাঘাত চালাল পাকিস্তান। ইরানে জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা এয়ারস্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। ইরানের ভূখণ্ডের মধ্যে জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। পালটা আঘাতের পরে দুই দেশের কূটনৈতির সম্পর্কে ফাটল ধরেছে । ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাক সরকার।
বুধবার বালোচিস্তানে জইশ-উল-আদাল নামে জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছিল তেহরানের। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালানো হয় পাক সেনার তরফে। যার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
Iran Strikes In Pakistan : পাকিস্তানে লাগাতার মিসাইল হামলা ইরানের, চাপে ইসলামাবাদ
ইরাকের পর এবার ইরান। পাকিস্তানে বালোচ জঙ্গি গোষ্ঠী জইশ আল আদল-এর দুটি ঘাঁটি লক্ষ্য করে মুর্হুমুহু মিসাইল হামলা চালাল ইরান। তার জেরে দুটি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। যদিও পাক সরকারের দাবি, ইরান বিনা অনুমতিতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। মিসাইল হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সফরের পরেই পাকিস্তানে আক্রমণ চালাল ইরান। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইরানের সেনা। মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি টিভি চ্যানেলও।