PM Narendra Modi: "তুলনা করা বন্ধ করুন", পরীক্ষা পে চর্চায় অভিভাবকদেরও পরামর্শ মোদীর
সামনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। অন্যান্য বোর্ডেরও পরীক্ষাও রয়েছে। জীবনের বড় পরীক্ষায় বসতে চলেছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। এই পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়া দিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে একাধিক পরামর্শ দেন মোদী। বলেন, "শিশুদের মনে ছোটবেলা থেকেই তুলনার বিষয়টি ঢুকিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরাই সন্তানদের তুলনা করেন সহপাঠীদের সঙ্গে। আমি অভিভাবকদের অনুরোধ করছি নিজের সন্তানের সাফল্যকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না।" পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, "মনে জোর থাকলে যেকোনও মানসিক চাপ কাটিয়ে ওঠা সম্ভব। কীভাবে চাপ সামলাতে হয় তা ধীরে ধীরে শেখাতে হবে।"
Trending Tag
PM Narendra Modi: "তুলনা করা বন্ধ করুন", পরীক্ষা পে চর্চায় অভিভাবকদেরও পরামর্শ মোদীর