Wednesday, December 04, 2024

Logo
Loading...
upload upload upload

Republic Day Security: প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা দ্বিগুণ বাড়ল শহরে

Mayuri Datta | 11:12 AM, Wed Jan 24, 2024

আর দুদিন পরই প্রজাতন্ত্র দিবস। শহরে প্রস্তুতি পর্ব চলছে। তার মাঝেই কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ। কলকাতা জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। নিরাপত্তা ব্যাবস্থা আঁটোসাঁটো রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। নতুন বছরের গোড়ার দিকে কলকাতা জাদুঘরে বোমা মারারা হুমকি আসে। সেইসব ঘটনা থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে শহরে। রেডরোডে চলছে কুচকাওয়াজের মহড়া। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে খুবই প্রখর।

upload
upload