Sunday, November 24, 2024

Logo
Loading...
upload upload upload

Ayodhya Ram Mandir : সর্বসাধারণের জন্য খুলল রাম মন্দিরের দরজা, পুণ্যার্থীদের ঢল অযোধ্যায়

Maitreyi Mukherjee | 11:59 AM, Tue Jan 23, 2024

সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল অযোধ্যার রাম মন্দিরের দরজা। সোমবার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। এরপর মঙ্গলবার সকালেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। রামলালাকে দেখতে ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন পড়ে যায়। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাম মন্দির খোলা থাকবে। মাঝে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মন্দির ফের দুপুর ২টোয় খুলবে। আবার সন্ধ্যা ৭টায় বন্ধ হবে মন্দিরের দরজা। সকাল সাড়ে ৬টায় ‘জাগরণ’ অর্থাৎ আরতি এবং সন্ধে সাড়ে ৭টায় সন্ধ্যারতি হবে। তা অনলাইনেও দেখতে পাবেন ভক্তরা।

এদিন ভোরের অযোধ্যা নগরীর সে এক অন্য রূপ। রাতের আঁধার তখনও কাটেনি। অথচ ভক্তদের জমায়েত, পুজোর তোড়জোড়ে মুখরিত মন্দির সংলগ্ন এলাকা। ভোর ৩টে থেকে পুজোর ডালি হাতে মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়েছেন প্রাণ প্রতিষ্ঠার পরই রামলালার মুখদর্শন করবেন বলে। ভিড় সামলাতে রামমন্দিরের সামনে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আঁটসাঁট। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সদাসর্বদা সতর্ক রক্ষীরা। মঙ্গলবারের ভিড়ই বুঝিয়ে দিচ্ছে আগামী দিনগুলিতে অযোধ্যা ভক্ত সমাগমে পরিপূর্ণ হতে চলেছে।

একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষ দরজা দিয়ে প্রবেশ করার জন্য ধাক্কাধাক্কি শুরু করেছেন। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। হাতে পুজোর সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। অনেকে আবার হাতে পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে মন্দির চত্বরে প্রবেশ করেন।

upload
upload