Wednesday, December 04, 2024

Logo
Loading...
upload upload upload

Rahul Gandhi in Bengal : শিলিগুড়িতে বাতিল রাহুলের সভা, অনুমতি দিল না পুলিশ

Mayuri Datta | 11:25 AM, Fri Jan 26, 2024

অসমের পর এবার বাংলাতেও বাধার মুখে রাহুল গান্ধীর ‘ভারত জোড় ন্যায় যাত্রা’। যাত্রার দ্বিতীয় পর্যায়ে শিলিগুড়িতে রাহুল গান্ধীর দুটি সভা বাতিল করতে হচ্ছে। পুলিশের অনুমতি মিলছে না বলে দাবি কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, পুলিশের পরীক্ষা থাকায় অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে মিছিলের মাঝে মাঝে যে সভা করার পরিকল্পনা ছিল কংগ্রেসের তা বাতিল করতে হচ্ছে। সভা বাতিল হলেও ন্যায় যাত্রা নির্ধারিত পথেই এগোবে। পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবারই সন্ধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও অন্যান্য কংগ্রেস নেতারা। আগামী ২৭ জানুয়ারি দিল্লি থেকে ফিরে রাহুল গান্ধী আবার যোগ দেবেন ন্যায় যাত্রায়।

upload
upload