Wednesday, February 05, 2025

Logo
Loading...
upload upload upload

Mamata Without Helmet : মুখ্যমন্ত্রী কি ট্র্যাফিক বিধির ঊর্ধ্বে? প্রশ্ন জনতার

Maitreyi Mukherjee | 17:54 PM, Tue Jan 23, 2024

তিনি পথ সুরক্ষার কথা বলেন। সেফ ড্রাইভ সেভ লাইভের কথা বলেন। তাঁর মাথায় কি না নেই হেলমেট। স্কুটির পেছনে বসে র‍্যালিতে অংশ নিতে যাওয়ায় সময় মুখ্যমন্ত্রীর মাথায় ছিল না হেলমেট। সাব্ধানতার তোয়াক্কা না করেই সমর্থকদের উদ্দেশ্যে নাড়লেন হাত। পাশেই পুলিশ যাদের কাজ নিয়ম রক্ষা তারাও এবেলায় ধৃতরাষ্ট্র হয়েই রইলেন।

হেলমেট ছাড়া রাস্তায় বেরলেই বেড়েছে কড়াকড়ি। খুব ভাল কথা। হওয়াও দরকার। আগেত তুলনায় ফাইন বেড়েছে। ১০০ থেকে সর্বনিম্ন জরিমানা বেড়ে হয়েছে ৫০০। কিন্তু সেই জরিমানা শুধু আম জনতার জন্য। জরিমানা ব্যবস্থাতেও রয়েছে দ্বিচারিতা। পুলিশ অনেকক্ষেত্রেই হেলমেট ও সিগনালের তোয়াক্কা করে না। তোয়াক্কা করলেন না মুখ্যমন্ত্রীও। কিন্তু তিনিই যে সেফ ড্রাইভ সেভ লাইফের বিধান দিয়েছেন। বছর কয়েক আগে কামদুনিতে তিনি বিনা হেলমেটে বাইকের পিছনে সওয়ার হয়েছিলেন। বিরোধী নেত্রী থাকাকালীন লালগড়েও তিনি পিলিয়ন রাইডার হয়েছিলেন বিনা হেলমেটেই। তখন ছিলেন বিরোধী নেত্রী। তাঁর উপর বামজমানা। তখন হেলমেট নিয়ে অত কড়াকড়ি ছিল না। জমানা বদলে বদলেছে প্রশাসনের মনোভাব। পথে বেড়েছে পুলিশের কড়াকড়ি। বেড়েছে সিসিটিভি। সঙ্গে বেড়েছে জরিমানার বহড়। কিন্তু বিরোধীদের অভিযোগ বদল হয়নি প্রশাসনের সর্বময় কর্ত্রীর মনোভাব।

upload
upload