Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

WEATHER REPORT: শীতের আমেজের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

Mayuri Datta | 12:48 PM, Thu Jan 18, 2024

পশ্চিমবঙ্গে সংক্রান্তির পর থেকেই শীতের ব্যাটিং অব্যাহত। এই শীতের মরশুমেও  বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। জোড়া ঘূর্ণাবর্তের জের, ভরা শীতেও বৃষ্টির ভ্রূকুটি।  

শহরের কোথাও কোথাও আবার বৃষ্টি শুরুও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ভরা মাঘে ফের বৃষ্টির ভ্রকুটিতে তটস্থ বাংলার মানুষ।  

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরই পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিনে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি বেড়ে আজ ১৬.৩। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

upload
upload