Tuesday, December 03, 2024

Logo
Loading...
upload upload upload

north bengal

Kolkata Weather Report : সরস্বতী পুজোর সময় কি বঙ্গে শীত ফিরবে? কী বলছে হাওয়া অফিস 

পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গ থেকে শীত (Kolkata Winter) প্রায় উধাও হয়ে গিয়েছে। বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির তাপমাত্রা। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। এদিকে আজ সকাল থেকে আবারও কলকাতায় (Kolkata Weather) শীতের আমেজ কিছুটা হলেও ফিরেছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

সরস্বতী পুজোর সময় কি ঠান্ডা থাকবে?

এদিকে সরস্বতী পুজোর (Saraswati Puja) সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে। কিন্তু, এবার সেই সময় শীতের আমেজ থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বঙ্গবাসীর মনে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িক ভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। তবে জাঁকিয়ে শীতের আর সম্ভাবনা নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহান্তে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামী দু'দিন সকালে হালকা কুয়াশা থাকবে। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত আগামী তিনদিন তাপমাত্রা সামান্য কমবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার শীতের আমেজ থাকলেও সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আবার মেঘলা আকাশের সম্ভাবনা। সেই দিন থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফিজতে পারে কলকাতা সহ একাধিক জেলা।

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে, আজ ও আগামীকাল দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের (Darjeeling Weather) বাকি অংশে এই দু'দিন বৃষ্টি চলবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ কোথাও এবং সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। বৃহস্পতিবার কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে। বিশেষ করে মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তবে বৃহস্পতিবারের পর দার্জিলিং জেলায় আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।


Maitreyi Mukherjee | 10:55 AM, Wed Feb 07, 2024

Kolkata Weather : অসময়ের বৃষ্টির দাপটে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত! একধাক্কায় বাড়ল তাপমাত্রা

বাংলা থেকে শীত (Winter) প্রায় উধাও বললেই চলে। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) বৃদ্ধি পেল প্রায় তিন ডিগ্রি। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। মাঘ মাস শেষ হতে এখনও পর্যন্ত বেশ কিছুটা দিন বাকি রয়েছে। কিন্তু, তার আগেই শীতের (Kolkata Winter Weather) দেখা মিলছে না। সকাল ও রাতের দিকে কিছুটা শীত অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। তাহলে কি এবার বাংলা থেকে বিদায় নিচ্ছে শীত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে।

আলিপুরের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে শীত আবার ফিরবে কি না, তার কোনও নিশ্চয়তা দেয়নি হাওয়া অফিস। তার সঙ্গে চলবে বৃষ্টি (Kolkata Rain)। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি (Kolkata Rain) হতে পারে। বৃষ্টি কমে গেলে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে পুবালি হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টি হতে পারে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনেও রাজ্যে তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের থাকবে না। তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদল আসতে পারে। রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

Maitreyi Mukherjee | 11:29 AM, Tue Feb 06, 2024

West Bengal Weather :  বৃষ্টির দাপটে শীত উধাও বঙ্গে, সপ্তাহান্তেই হাওয়া বদলের সম্ভাবনা

বঙ্গ থেকে কার্যত উধাও শীত (Winter)। হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকছে তাপমাত্রা। এদিকে কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে। বৃহস্পতিবার রাতেও বৃষ্টির দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Winter Weather) সব জেলায়। তবে শনিবার থেকে কমবে বৃষ্টির দাপট। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

কলকাতার আবহাওয়া
কয়েকদিন আগেও কনকনে ঠান্ডার অনুভূতি ছিল কলকাতায় (Kolkata Winter)। কিন্তু, হঠাৎই চলতি সপ্তাহ থেকে শীতের দেখা পাওয়া যাচ্ছে না তিলোত্তমায় (Kolkata Rain)। বৃষ্টির ফলে শীতের দাপট অনেকটাই কমে গিয়েছে। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার হলেও বঙ্গে আর নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। এর ফলে ধরে নেওয়া যেতেই পারে যে তাহলে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত। এদিকে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়ায়। কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, (Darjeeling Weather) কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শনিবার থেকে তাপমাত্রা পরিবর্তন হলেও, দার্জিলিংয়ে (North Bengal Winter Weather) আগামী পাঁচদিন বৃষ্টি বজায় থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

রাজ্যে বৃষ্টির পরিস্থিতি কেন?
একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। সেখান থেকেই বঙ্গোপসাগরের জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে। তার জেরেই রাজ্যের সর্বত্রই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। তবে সপ্তাহান্তেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে। কিন্তু, শীতের আর দেখা পাওয়া যাবে না। তার জেরে মন খারাপ বঙ্গবাসীর। 

Maitreyi Mukherjee | 11:45 AM, Fri Feb 02, 2024

উত্তরবঙ্গে বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর হার


শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা।বুধবার পর্ষদ সুত্রে জানা গেছে গত কয়েক বছরের তুলনায় এবছরে ছাত্রর থেকে ছাত্রী সংখ্যা তুলনামুলক ভাবে বৃদ্ধি পেয়েছে। এ বছর উত্তরবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেড়েছে। বুধবার পর্ষদ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে নিয়মিত ও কম্পার্টমেন্টাল সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ১ লক্ষ ৮৮ হাজার ১৫১ জন। তার মধ্যে ৭৯ হাজার ৮৫ জন ছাত্র ও ছাত্রী সংখ্যা ১ লক্ষ ৯০৬৬ জন। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থী মোট ১ লক্ষ ৭১ বাজার ৪৩০ জন। তার মধ্যে ছাত্রী ৯৫ হাজার ৯৩১ জন, ছাত্র ৭৫ হাজার ৪৯৯ জন। অর্থাৎ ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। যদিও শেষ সময়ে অ্যাডমিট কার্ড না-পাওয়া কিছু ছাত্রছাত্রীর নাম সংযোজিত হচ্ছে।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বছর দার্জিলিং পাহাড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৮৮৭ জন, ছাত্রী ২১৬০ জন। শিলিগুড়ি শিক্ষা জেলায় ছাত্র ৫৪১৯ জন, ছাত্রী ৭৬১৮ জন। কালিম্পঙে পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৪৪০ জন, ছাত্রী ১৬৭৯ জন। জলপাইগুড়ি জেলায় ছাত্র ১০ হাজার ৬৫৪ জন, ছাত্রী ১৪ হাজার ৭৮৯ জন। উত্তর দিনাজপুরে ছাত্র ১১ হাজার ৭২৩ জন এবং ছাত্রী ২০ হাজার ৯৯৯ জন। দক্ষিণ দিনাজপুরে ৭১৬৯ জন ছাত্র এবং ছাত্রী ৮৯৫৭ জন। মালদহে ছাত্র ১৯ হাজার ৫৩৩ জন এবং ছাত্রী ২৫ হাজার ৬১৪ জন।আলিপুরদুয়ারে ছাত্র ৭১৮৯ জন, ছাত্রী ৯৩৬৭ জন এবং কোচবিহারে ১৪ হাজার ০৭১ জন ছাত্র এবং ছাত্রী ১৭ হাজার ৮৮৩ জন। অর্থাৎ সব জেলাতেই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীদের সংখ্যাই বেশি।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের আটটি জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৬৭৩টি। প্রশ্নপত্র বিলি করা হবে ৭৮টি কেন্দ্র থেকে। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। বেলা ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু। তার আগে সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে ৮টা থেকেই শিক্ষক, কর্মীদের পৌঁছতে বলা হয়েছে। আগের মতোই পরীক্ষা কেন্দ্রগুলোর চার পাশে অন্তত ১০০ মিটারের মধ্যে কোনও প্রতিলিপি করার দোকান খোলা রাখা যাবে না। কোনও ‘স্পর্শকাতর’ কেন্দ্র রাখা হচ্ছে না। তবে সব কেন্দ্রেই ক্লোজ়ড সার্কিট ক্যামেরা থাকছে। পরীক্ষার তিন দিন আগে থেকে অর্থাৎ বুধবার থেকেই মাইক বাজিয়ে সভা সমাবেশ করা বন্ধ রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল বা কোনও ‘ইলেকট্রনিক’ সরঞ্জাম থাকবে না।এ ছাড়াও, বনাঞ্চলের মধ্যে দিয়ে দুর্গম পথে বা প্রত্যন্ত এলাকায় পড়ুয়াদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষার পর ফিরিয়ে আনতে প্রশাসনের তরফে বাস বা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরিবহণ দফতর থেকেও বেশ কিছু রুটে বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে।

Maitreyi Mukherjee | 18:09 PM, Thu Feb 01, 2024

Leopard: দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী চিতাবাঘ


দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দী হল একটি চিতাবাঘ। বুধবার সাত সকালে চিতাবাঘের গর্জনে ঘুম ভাঙে চা শ্রমিক মহল্লার। বুধবার ধরা পড়া চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন বনকর্মীরা। তবে এলাকাবাসীর অনুমান, এখনও অনেক চিতা বাঘ রয়েছে ওই চা বাগানে।‌ সম্প্রতি চিতাবাঘের আক্রমণের দলগাঁও চা বাগানে এক মহিলার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। এই ঘটনার পর বনদপ্তরের তরফে এলাকায় খাঁচা বসানো হয়। সেই খাঁচায় বুধবার বন্দি হল চিতাবাঘ।

Mayuri Datta | 13:58 PM, Wed Jan 31, 2024

Mamata & Rajbanshi Vote | নজরে রাজবংশী ভোট! উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে মরিয়া TMC?

সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে তৃণমূল কংগ্রেসের নজরে এবার উত্তরবঙ্গ। আর এই উত্তরবঙ্গেই এবার হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায় ঘাসফুল শিবির। আর সেক্ষেত্রে তৃণমূলের কাছে এখন বড় ফ্যাক্টর হয়ে উঠেছে রাজবংশী ভোট। ইতিমধ্যেই রাজবংশী আবেগকে পাল্লা দিতে ময়দানে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি উত্তরবঙ্গের একাধিক এলাকায় জনসংযোগও সারেন। আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। উত্তরবঙ্গ জুড়ে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া এখন তৃণমূল!

Mayuri Datta | 17:41 PM, Tue Jan 30, 2024

Mamata Banerjee: লোকসভা ভোটের আগে ঘুঁটি সাজাচ্ছে শাসকদল, ৫ দিনের উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর

রবিবার থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমহার কোচবিহারে প্রশাসনিক সভা করার কথা রয়েছে তাঁর। সেই সভা থেকে রাজবংশীদের জন্য বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে রাজবংশী ভোটব্যাংকে নজর মমতার। উত্তরবঙ্গের ৫ টি আসন যথাক্রমে কোচবিহার , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , রায়গঞ্জ , বালুরঘাটে রাজবংশী ভোটব্যাংক একটা বড় ফ্যাক্টর।

লোকসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ হতে পারে ১৯২ টি স্কুলে রাজবংশী ভাষায় পড়ানোর অনুমোদন। প্রথম অবস্থায় প্যারা টিচারের মাধ্যমে স্কুলগুলিতে পঠনপাঠন হবে। পরবর্তীকালে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

Mayuri Datta | 10:44 AM, Mon Jan 29, 2024
upload
upload