Amit Shah On CAA : "লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে সিএএ", বড় ঘোষণা শাহর
নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) চালু হতে আর বেশিদিন বাকি নেই। লোকসভা নির্বাচনের আগেই তা চালু হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার একটি বাণিজ্য সম্মেলনেই যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১৯ সালে এই আইন তৈরি হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই এই আইন কার্যকর করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম জারি করা হবে।”
২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ওই আইন অনুযায়ী, বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। সংসদের দু’কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু, এখনও পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। সিএএ প্রসঙ্গে শাহ বলেন, "দেশের মুসলিম ভাইদের সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে এবং উসকানো হচ্ছে। যাঁরা পাকিস্তান (Pakistan), আফগানিস্তান ও বাংলাদেশের নিপীড়নের শিকার হওয়ার পর ভারতে এসেছিলেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ তৈরি করা হয়েছে। কারও ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন আনা হয়নি।"
জানুয়ারি মাসে ওই আইনের ধারা তৈরির জন্য সপ্তম বার সময়বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছিল সংসদীয় সচিবালয়। সরকারি সূত্রের খবর, সেই কাজ শেষ হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাড়ে চার বছর ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে হিন্দু উদ্বাস্তু সমাজের একাংশের মধ্যে। লোকসভা ভোটের আগে তা প্রশমনের উদ্দেশ্যে সিএএ কার্যকরে সক্রিয় হতে পারে মোদী সরকার। বস্তুত, শনিবার দিল্লিতে একটি আলোচনা সভায় শাহই তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, "সিএএ দেশের একটি আইন। তা অবশ্যই কার্যকর করা হবে। এ বিষয়ে কোনও সংশয় থাকাই উচিত নয়।"
সিএএ-র পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির ফল কেমন হবে তারও একটা পূর্বাভাস দেন শাহ। এনডিএ যে ৪০০ আসন পার করবে সেই বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। বলেন, "৩৭০টি আসনে জয়ী হবে বিজেপি, এনডিএ ৪০০-রও বেশি আসন পাবে লোকসভা নির্বাচনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তৃতীয়বার সরকার গঠন হবে। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনও ধোঁয়াশা নেই। এমনকী, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও বুঝে গিয়েছে তাদের আবার বিরোধী বেঞ্চেই বসতে হবে। আমরা ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করেছি। আমাজের বিশ্বাস দেশের জনগণ বিজেপিকে ৩৭০টিরও বেশি আসনে জয়ী করে আশীর্বাদ করবে।"
Trending Tag
Iran Strikes In Pakistan : পাকিস্তানে লাগাতার মিসাইল হামলা ইরানের, চাপে ইসলামাবাদ
PAKISTAN HITS IRAN: ইরানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের
Iran – Pakistan Conflict : পাকিস্ত্বানে ফের হামলা করতে পারে ইরান, আগাম সতর্কতা ইসলামাবাদে
Imran Khan: গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস! ১০ বছরের কারাদণ্ডের সাজা ইমরান খানকে
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Pakistan Currency : এবার মোদীর পথ অনুসরণ করবে পাকিস্তান!
Pakistan Election : শান্তিতে নির্বাচন মেটাতে পাকিস্তানে বন্ধ মোবাইল পরিষেবা! ক্ষুব্ধ স্থানীয়রা
Pakistan General Election 2024 : জেলে বসেই 'বাজিমাত' ইমরানের! বোল্ড আউটের সম্ভাবনা শরিফ-ভুট্টোদের
Pakistan Eelction : নিজেদের জয়ী ঘোষণা নওয়াজ-ইমরানের, দড়ি টানাটানি অব্যাহত পাকিস্তানে
Amit Shah On CAA : "লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে সিএএ", বড় ঘোষণা শাহর
Nawaz Sharif : নওয়াজ বা বিলাবল নন, সবাইকে চমকে দিয়ে পাক প্রধানমন্ত্রী হচ্ছেন অন্য কেউ!