Nawaz Sharif : নওয়াজ বা বিলাবল নন, সবাইকে চমকে দিয়ে পাক প্রধানমন্ত্রী হচ্ছেন অন্য কেউ!
ভোট মিটে গিয়েছে অনেক দিন আগেই। শেষ গণনাও। কিন্তু, পাকিস্তানে প্রধানমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা নিয়ে এখনও পর্যন্ত টালবাহানা চলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutto-Zardari)। তারপর অনেকেই ভেবেছিলেন ফের একবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নওয়াজ শরিফ (Nawaz Sharif)। কিন্তু, তার মাঝেই এল নতুন টুইস্ট। ভাই শাহবাজ শরিফকে (Shehbaz Sharif) প্রধানমন্ত্রীর জন্য মনোনীত করেছেন নওয়াজ।
মঙ্গলবার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি শাহবাজ শরিফকে দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে দল। মূলত নওয়াজের ইচ্ছেতেই তাঁর ভাইয়ের নাম মনোনীত করা হয়েছে। এক্স হ্যান্ডলে পিএমএল-এন মুখপাত্র মারিয়াম অওরঙ্গজেব জানিয়েছেন, পিএমএল-এন প্রধান ৭৪ বছরের নওয়াজ তাঁর ছোট ভাই ৭২ বছরের শাহবাজকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এবং তাঁর কন্যা ৫০ বছরের মারিয়াম নওয়াজকে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন সম্পন্ন হয়। পিএমএল-এন, পিপিপি বা পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কেউই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। তবে শুরু থেকেই নওয়াজ ভেবেছিলেন এবার হয়তো তাঁর দল পিএমএল-এন সংখ্যা গরিষ্ঠতা পেয়ে বাজিমাত করবে। কিন্তু, তা আর সম্ভব হয়নি। বরং জেলে বসে ভোটে লড়ে বাজিমাত করেছিলেন ইমরান খান (Imran Khan)। তিনি জেলে থাকায় দলীয় প্রতীক কেড়ে নিয়েছিল নির্বাচন কমিশন। তার জেরে নির্দল প্রতীকেই তাঁর নেতৃত্বে লড়েছিল অনুগামীরা। একাধিক আসনে জয়ী হয়েছে ইমরানের দল। তবে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় কোনও আসনই জিততে পারেনি মূল তিনটি দলই।
এরই মধ্যে মঙ্গলবার পিপিপির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। ৩৫ বছরের বিলাবল জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। বরং, প্রেসিডেন্ট পদের জন্য তাঁর বাবা আসিফ আলি জারদারি উপযুক্ত। পাশাপাশি এ-ও জানিয়েছিলেন যে, তাঁর দল পিএমএল-এনকে সমর্থন করলেও সরকারের অংশ হবে না। তখন অনেকেই ভেবেছিলেন চতুর্থবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নওয়াজ। কিন্তু, তারপরই ঘুরে যায় খেলা। নওয়াজ নিজেই মনোনীত করেন ভাই শাহবাজকে।
প্রসঙ্গত, পিএমএল-এনের সঙ্গে রয়েছে পাকিস্তানের সেনার সমর্থন। কিন্তু, সেনার সর্বাত্মক সমর্থন নিয়েও জনসমর্থনে সেই জোয়ার তুলতে ব্যর্থ হয়েছেন নওয়াজ। আর সেনার সমর্থন থাকার ফলে নওয়াজের প্রধানমন্ত্রী হওয়া যে শুধু সময়ের অপেক্ষা তা ভেবে নিয়েছিলেন শাহবাজও। খেলা যে এভাবে ঘুরে যাবে তা ভাবতে পারেননি তিনিও। কিন্তু, রাত বাড়তেই ভাইয়ের নাম পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে একেবারে তাক লাগিয়ে দিলেন নওয়াজ।
Iran Strikes In Pakistan : পাকিস্তানে লাগাতার মিসাইল হামলা ইরানের, চাপে ইসলামাবাদ
PAKISTAN HITS IRAN: ইরানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা পাকিস্তানের
Iran – Pakistan Conflict : পাকিস্ত্বানে ফের হামলা করতে পারে ইরান, আগাম সতর্কতা ইসলামাবাদে
Imran Khan: গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস! ১০ বছরের কারাদণ্ডের সাজা ইমরান খানকে
Imran Khan: আরও বিপাকে ইমরান খান, তোষাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা
Pakistan Currency : এবার মোদীর পথ অনুসরণ করবে পাকিস্তান!
Pakistan Election : শান্তিতে নির্বাচন মেটাতে পাকিস্তানে বন্ধ মোবাইল পরিষেবা! ক্ষুব্ধ স্থানীয়রা
Pakistan General Election 2024 : জেলে বসেই 'বাজিমাত' ইমরানের! বোল্ড আউটের সম্ভাবনা শরিফ-ভুট্টোদের
Pakistan Eelction : নিজেদের জয়ী ঘোষণা নওয়াজ-ইমরানের, দড়ি টানাটানি অব্যাহত পাকিস্তানে
Amit Shah On CAA : "লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে সিএএ", বড় ঘোষণা শাহর
Nawaz Sharif : নওয়াজ বা বিলাবল নন, সবাইকে চমকে দিয়ে পাক প্রধানমন্ত্রী হচ্ছেন অন্য কেউ!