Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

rain

Kolkata Weather : অসময়ের বৃষ্টির দাপটে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত! একধাক্কায় বাড়ল তাপমাত্রা

বাংলা থেকে শীত (Winter) প্রায় উধাও বললেই চলে। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) বৃদ্ধি পেল প্রায় তিন ডিগ্রি। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। মাঘ মাস শেষ হতে এখনও পর্যন্ত বেশ কিছুটা দিন বাকি রয়েছে। কিন্তু, তার আগেই শীতের (Kolkata Winter Weather) দেখা মিলছে না। সকাল ও রাতের দিকে কিছুটা শীত অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। তাহলে কি এবার বাংলা থেকে বিদায় নিচ্ছে শীত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে।

আলিপুরের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে শীত আবার ফিরবে কি না, তার কোনও নিশ্চয়তা দেয়নি হাওয়া অফিস। তার সঙ্গে চলবে বৃষ্টি (Kolkata Rain)। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি (Kolkata Rain) হতে পারে। বৃষ্টি কমে গেলে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে পুবালি হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টি হতে পারে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনেও রাজ্যে তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের থাকবে না। তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদল আসতে পারে। রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

Maitreyi Mukherjee | 11:29 AM, Tue Feb 06, 2024

Kolkata Weather : মাঘ শেষের আগেই রাজ্য থেকে বিদায় শীত! বাড়বে তাপমাত্রা 

মাঘ মাস এখনও পর্যন্ত শেষ হয়নি। আর তার আগেই কলকাতা (Kolkata) থেকে উধাও শীত। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে শীতের বিদায় লগ্ন ঘনিয়ে এসেছে? আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department) তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা (South Bengal Weather) কমার কোনও সম্ভাবনা নেই। বরং বৃষ্টির (Kolkata Rain) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। সোমবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

এরই মধ্যে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog)। দক্ষিণের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal Weather) আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এভাবেই শীত বিদায় নেবে রাজ্য থেকে। তবে তাপমাত্রা আর সেভাবে কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশে ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই সম্প্রতি বৃষ্টি হয়েছে দিল্লিতে। আর সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় শীতের দাপট অনেকটাই কমেছে। উত্তুরে হাওয়া এখন পথভ্রষ্ট। কনকনে শীতের সময়ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কয়েকবার বৃষ্টির দেখা পাওয়া গিয়েছিল বঙ্গে। আর এর জেরে শীতের বিদায় লগ্নে আবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও বাড়বে রাজ্যে। তার সঙ্গে বাড়বে অস্বস্তিও। যার হাত থেকে এই মুহূর্তে আর কোনও রেহাই পাওয়া যাবে না।

Maitreyi Mukherjee | 10:57 AM, Mon Feb 05, 2024

Kolkata Weather : ঘন কুয়াশা কলকাতায়, শীতের শেষলগ্নে ফের বৃষ্টি তিলোত্তমায়

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাঁকিয়ে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। সকালে ও রাতে ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে শীত। বাড়ছে গরম। বৃষ্টির দুর্যোগ কেটে গিয়েছে। মেঘের ঘনঘটাও কিছুটা কেটেছে। এখন থেকে কিছুদিন আকাশ পরিষ্কার থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত মনোরমই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ সকালেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডা অনুভূত হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এবার আবহাওয়ার উন্নতি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে শীত ফেরার আর বিশেষ কোনও সম্ভাবনা নেই। ওঠানামা করবে তাপমাত্রার পারদ। এ বছর শীতকে বিদায় জানানোর পালা যে ঘনিয়ে এসেছে তা বোঝাই যাচ্ছে।

গত তিন দিন ধরে একেবারে স্যাঁতস্যাঁতে আবহাওয়া ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদের দেখাই মেলেনি। বেলার দিকে কিছুক্ষণের জন্য রোদের দেখা পাওয়া গেলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। কার্যত রোদ ও মেঘের লুকোচুরি খেলা চলেছিল গত কয়েকদিন ধরে। এদিকে আজ সকাল থেকে বৃষ্টির দাপট কমলেও দেখা মেলে ঘন কুয়াশার। এর জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। কলকাতায় তার প্রভাব পড়ে বিমান চলাচলের উপর। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায়। এর ফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমতে শুরু করে। পরিষ্কার হয় আকাশ। রোদেরও দেখা মেলে।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়েছিল। তাই স্যাঁতস্যাঁতে একটা ভাব ছিল। এবার ধীরে ধীরে সেটা কেটে যাবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। তখন কিছুটা হলেও পারদ নামবে। অর্থাৎ শেষের শীতটা উপভোগ করতে পারবেন শহরবাসী।

এদিকে এই বেশিদিন স্থায়ী হবে না। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল ও বুধবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। হালকা বৃষ্টি হতে পারে। মূলত উপকূল ও সংলগ্ন এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

Maitreyi Mukherjee | 13:32 PM, Sat Feb 03, 2024

West Bengal Weather: শীতের বিদায় লগ্নে কোথায় কেমন আবহাওয়া থাকবে দেখে নিন...

শীতের আমেজ তেমন নেই, তবে হাল্কা ঠান্ডা রয়েছে বঙ্গে। তার মাঝেই আবার বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় তৈরি হতে চলেছে মঙ্গলবার থেকেই। যার জন্য পাহাড় থেকে সমতলে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহবিদরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, এই বৃষ্টিতে মাঠে থাকা ফসল কিংবা সবজির ক্ষতি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বুধবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। এছাড়া ওইদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

Mayuri Datta | 12:12 PM, Tue Jan 30, 2024

Indian Railways: ভারতীয় রেলে আসছে নয়া নিয়ম, নিয়ম না মানলে বুকিং ক্যানসেল হতে পারে


দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে নয়া নিয়ম নিয়ে আসছে ভারতীয় রেল। ট্রেনে ওঠার ক্ষেত্রে সেই নিয়ম পালন করা এবার থেকে বাধ্যতামূলক হতে চলেছে না হলেই হতে পারে বুকিং ক্যানসেল। রেলের তরফে জানানো হয়েছে, যেখান থেকে আপনার ট্রেনে ওঠার কথা অর্থাৎ বোর্ডিং করার কথা, সেই সময়ের ১০ মিনিটের মধ্যে আপনাকে নিজের আসনে এসে বসতে হবে। নাহলে আপনার বুকিং ক্যানসেল হয়ে যেতে পারে। এবার এরকমই নিয়মের কড়াকড়ি আনছে রেল।

যে স্টেশন থেকে ট্রেনে ওঠার কথা সেই স্টেশন থেকেই যাত্রীকে ট্রেনে উঠতে হবে , দুই বা তিনটে হল্ট পেরিয়ে যাওয়ার পর ট্রেনে ওঠা যাবে না। সেক্ষেত্রে বুকিং ক্যানসেল করা হবে জানা যাচ্ছে।

Mayuri Datta | 12:01 PM, Sat Jan 27, 2024

Goods Train Derail : তমলুকের কাছে সাত সকালে লাইনচ্যুত মালগাড়ি, দুর্ভোগ নিত্যযাত্রীদের

পূর্ব মেদিনীপুরে হাওড়া-খড়্গপুর শাখার নন্দাইগাজন রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরের দিকে। তমলুকের কাছে নন্দাইগাজন রেলস্টেশনের অদূরেই এই বিপত্তি হয়েছে। শীতের সকালে এমনিতেই কুয়াশার চাদরে মুড়ে থাকে চার দিক। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার অনেক ট্রেনই কুয়াশার কারণে কিছুটা দেরিতে চলে। তার উপর এই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আরও কিছুটা সমস্যা বেড়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওই মালগাড়িটিকে রেল লাইন থেকে সরানোর কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আপাতত আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার জেরে দুর্ভোগে পড়েছেন রেল যাত্রীরা।

Mayuri Datta | 11:48 AM, Sat Jan 20, 2024
upload
upload