Kolkata Weather : মাঘ শেষের আগেই রাজ্য থেকে বিদায় শীত! বাড়বে তাপমাত্রা
মাঘ মাস এখনও পর্যন্ত শেষ হয়নি। আর তার আগেই কলকাতা (Kolkata) থেকে উধাও শীত। তাহলে কি এবার পশ্চিমবঙ্গে শীতের বিদায় লগ্ন ঘনিয়ে এসেছে? আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department) তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা (South Bengal Weather) কমার কোনও সম্ভাবনা নেই। বরং বৃষ্টির (Kolkata Rain) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। সোমবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
এরই মধ্যে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog)। দক্ষিণের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal Weather) আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এভাবেই শীত বিদায় নেবে রাজ্য থেকে। তবে তাপমাত্রা আর সেভাবে কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
দেশে ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই সম্প্রতি বৃষ্টি হয়েছে দিল্লিতে। আর সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় শীতের দাপট অনেকটাই কমেছে। উত্তুরে হাওয়া এখন পথভ্রষ্ট। কনকনে শীতের সময়ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কয়েকবার বৃষ্টির দেখা পাওয়া গিয়েছিল বঙ্গে। আর এর জেরে শীতের বিদায় লগ্নে আবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও বাড়বে রাজ্যে। তার সঙ্গে বাড়বে অস্বস্তিও। যার হাত থেকে এই মুহূর্তে আর কোনও রেহাই পাওয়া যাবে না।
Goods Train Derail : তমলুকের কাছে সাত সকালে লাইনচ্যুত মালগাড়ি, দুর্ভোগ নিত্যযাত্রীদের
Indian Railways: ভারতীয় রেলে আসছে নয়া নিয়ম, নিয়ম না মানলে বুকিং ক্যানসেল হতে পারে
West Bengal Weather: শীতের বিদায় লগ্নে কোথায় কেমন আবহাওয়া থাকবে দেখে নিন...
Kolkata Weather : ঘন কুয়াশা কলকাতায়, শীতের শেষলগ্নে ফের বৃষ্টি তিলোত্তমায়
Kolkata Weather : মাঘ শেষের আগেই রাজ্য থেকে বিদায় শীত! বাড়বে তাপমাত্রা
Kolkata Weather : অসময়ের বৃষ্টির দাপটে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত! একধাক্কায় বাড়ল তাপমাত্রা