Kolkata Weather : ঘন কুয়াশা কলকাতায়, শীতের শেষলগ্নে ফের বৃষ্টি তিলোত্তমায়
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাঁকিয়ে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। সকালে ও রাতে ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে শীত। বাড়ছে গরম। বৃষ্টির দুর্যোগ কেটে গিয়েছে। মেঘের ঘনঘটাও কিছুটা কেটেছে। এখন থেকে কিছুদিন আকাশ পরিষ্কার থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত মনোরমই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ সকালেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডা অনুভূত হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এবার আবহাওয়ার উন্নতি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে শীত ফেরার আর বিশেষ কোনও সম্ভাবনা নেই। ওঠানামা করবে তাপমাত্রার পারদ। এ বছর শীতকে বিদায় জানানোর পালা যে ঘনিয়ে এসেছে তা বোঝাই যাচ্ছে।
গত তিন দিন ধরে একেবারে স্যাঁতস্যাঁতে আবহাওয়া ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। রোদের দেখাই মেলেনি। বেলার দিকে কিছুক্ষণের জন্য রোদের দেখা পাওয়া গেলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। কার্যত রোদ ও মেঘের লুকোচুরি খেলা চলেছিল গত কয়েকদিন ধরে। এদিকে আজ সকাল থেকে বৃষ্টির দাপট কমলেও দেখা মেলে ঘন কুয়াশার। এর জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। কলকাতায় তার প্রভাব পড়ে বিমান চলাচলের উপর। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায়। এর ফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমতে শুরু করে। পরিষ্কার হয় আকাশ। রোদেরও দেখা মেলে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়েছিল। তাই স্যাঁতস্যাঁতে একটা ভাব ছিল। এবার ধীরে ধীরে সেটা কেটে যাবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। তখন কিছুটা হলেও পারদ নামবে। অর্থাৎ শেষের শীতটা উপভোগ করতে পারবেন শহরবাসী।
এদিকে এই বেশিদিন স্থায়ী হবে না। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গল ও বুধবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। হালকা বৃষ্টি হতে পারে। মূলত উপকূল ও সংলগ্ন এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
Trending Tag
Goods Train Derail : তমলুকের কাছে সাত সকালে লাইনচ্যুত মালগাড়ি, দুর্ভোগ নিত্যযাত্রীদের
Indian Railways: ভারতীয় রেলে আসছে নয়া নিয়ম, নিয়ম না মানলে বুকিং ক্যানসেল হতে পারে
West Bengal Weather: শীতের বিদায় লগ্নে কোথায় কেমন আবহাওয়া থাকবে দেখে নিন...
Kolkata Weather : ঘন কুয়াশা কলকাতায়, শীতের শেষলগ্নে ফের বৃষ্টি তিলোত্তমায়
Kolkata Weather : মাঘ শেষের আগেই রাজ্য থেকে বিদায় শীত! বাড়বে তাপমাত্রা
Kolkata Weather : অসময়ের বৃষ্টির দাপটে বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত! একধাক্কায় বাড়ল তাপমাত্রা