Wednesday, December 04, 2024

Logo
Loading...
upload upload upload

Hemant Soren: খোঁজ নেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর, বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত ED-র

Mayuri Datta | 10:43 AM, Tue Jan 30, 2024

জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। আর্থিক তছরূপ মামলায় ইতিমধ্যেই একাধিকবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ৯ বারের সমনেও ইডির মুখোমুখি হননি হেমন্ত। সোমবার হেমন্তের দিল্লির বাড়িতে তল্লাশি চালিয়েও নাগাল পাওয়া যায় নি হেমন্ত সোরেনের।

তাঁর বিলাসবহুল গাড়ি বেআইনি টাকায় কেনা বলে তদন্তকারীদের অভিযোগ। তাই সোমবার রাতেই গাড়িটি বাজেয়াপ্ত করে ইডি। তারপর মধ্যরাত পর্যন্ত মুখ্যমন্ত্রী সোরেনের বাড়ির বাইরে এবং রাঁচি বিমানবন্দরে তাঁর জন্য অপেক্ষা করেন তদন্তকারীরা। কিন্তু, সোরেনের দেখা মেলেনি।

বিজেপির দাবি, ইডির ভয়ে গা ঢাকা দিয়ে আছেন হেমন্ত।   হেমন্তের দলের আরও দাবি, বুধবার দুপুর ১টার আগেই ইডির তদন্তকারীদের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি ইডি দফতরে হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার।

upload
upload