Saturday, November 23, 2024

Logo
Loading...
upload upload upload

Amit Shah Bengal Tour : ফেব্রুয়ারিতেই বঙ্গে আসছেন শাহ! সঙ্গে থাকতে পারেন নাড্ডা

Maitreyi Mukherjee | 16:50 PM, Thu Feb 08, 2024

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের বাংলায় আনাগোনাও ততই বাড়ছে। সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষের দিকেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে তার দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে হতে চলা দু'দিনের রাষ্ট্রীয় অধিবেশনের পরেই জানা যাবে কবে রাজ্যে আসবেন শাহ। স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও (JP Nadda)।

সূত্রের খবর, এবারের রাজ্য সফরে তাঁরা কোনও রকম সমাবেশ করবেন না। কারণ, মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) চলছে রাজ্যে। এরপরই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে মাসের শেষ পর্যন্ত। তাই পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত মাইক লাগিয়ে সমাবেশ করা যাবে না। বিজেপি সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রীর ফেব্রুয়ারি সফরে মূলত সাংগঠনিক বৈঠক হবে। সেই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে বৈঠকও করতে পারেন তাঁরা। বৈঠকের পাশাপাশি হবে কর্মীসভাও। তবে সবটাই হবে কোনও হলে বা প্রেক্ষাগৃহে।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন ধর্মতলায় সভা করে যাওয়ার পরে ডিসেম্বরের শেষে আবার দুদিনের সফরে ২৫ তারিখ বঙ্গে এসেছিলেন তিনি। সঙ্গী ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সাংগঠনিক বৈঠক ছিল সে বার। জানুয়ারির শেষ রবিবারও তাঁর আসার কথা ছিল রাজ্যে।

জানা গেছে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি, পূর্ব মেদিনীপুরে বিজেপির কর্মী সমাবেশও ছিল সেবার। তবে চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই জানা যায়, শাহ আসছেন না। প্রসঙ্গত, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপিকে বাংলা থেকে অন্তত ৩৫টি লোকসভা আসন জেতার টার্গেট দিয়েছে। এমন অবস্থায়, প্রচার থেকে শুরু করে নির্বাচনী কর্মকাণ্ডে যাতে কোনও ফাঁক না থাকে সেই কারণে অমিত শাহের বারংবার আগমণ হচ্ছে বঙ্গে,এমনটাই মনে করছে আম জনতা।

upload
upload