Sunday, November 24, 2024

Logo
Loading...
upload upload upload

Amit Shah : ফের বঙ্গে আসবেন অমিত শাহ, যাবেন মায়াপুরে 

Maitreyi Mukherjee | 17:57 PM, Mon Feb 12, 2024

লোকসভা নির্বাচনের আগে ফের বঙ্গে পা রাখতে চলেছেন শীর্ষ বিজেপি নেতৃত্ব। রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। পরদিনই তিনি যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে।


সূত্রে খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি রাতের দিকে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। সেদিন রাতে কলকাতায় থাকবেন তিনি। তার পরের দিন যাবেন মায়াপুরে। সেখানে মন্দির দর্শন করবেন। এরপর রানাঘাট-সহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তারপর কলকাতায় ফিরে দলীয় নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। অবশ্য কলকাতায় তিনি কোনও সমাবেশ করবেন না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই সমাবেশ করবেন না বলে জানা গিয়েছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে কিছুই নিশ্চিত করেননি। তিনি জানান, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে এখনই কিছু জানা সম্ভব নয়। তবে ফেব্রুয়ারির শেষে তিনি বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন।”


এদিকে সম্প্রতি CAA নিয়ে আশ্বাস দেন শাহ। দিল্লিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA লাগু হবে বলেই বড়সড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি সিএএ প্রসঙ্গে শাহ বলেন, "২০১৯ সালে এই আইন তৈরি হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই এই আইন কার্যকর করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম জারি করা হবে।"



উল্লেখ্য, ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ওই আইন অনুযায়ী, বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। সংসদের দু’কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু, এখনও পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। সিএএ প্রসঙ্গে শাহ বলেন, "দেশের মুসলিম ভাইদের সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে এবং উসকানো হচ্ছে। যাঁরা পাকিস্তান (Pakistan), আফগানিস্তান ও বাংলাদেশের নিপীড়নের শিকার হওয়ার পর ভারতে এসেছিলেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ তৈরি করা হয়েছে। কারও ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন আনা হয়নি।"


এদিকে গত মাসেও কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের। বিহারের রাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখেই সফর বাতিল করেন তিনি। তবে বড় কোনও ঘটনা না ঘটলে চলতি মাসের শেষে তিনি বঙ্গ সফরে আসবেন তা এক প্রকার নিশ্চিত বলেই গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে। 

upload
upload