Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

Modi Lunch : সাংসদদের কী শাস্তি দিলেন মোদী?

Maitreyi Mukherjee | 17:13 PM, Sat Feb 10, 2024

সংসদে বাজেট অধিবেশনের লাঞ্চ আওয়ারে আচমকা আটজন সাংসদের ফোন বেজে ওঠে। বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সঙ্গে ক্যান্টিনে দেখা করতে চাইছেন। এই ফোনের পর কিছুটা হকচকিয়ে যান তাঁরা। এরপর সোজা চলে যান ক্যান্টিনে।



সেখানে দেখেন তাঁদের জন্য অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মশকরা করে সাংসদদের বলেন, “চলুন, আপনাদের একটা শাস্তি দেওয়া যাক”। মনে সংকোচবোধ নিয়েই সেই টেবিলে বসেন বিজেপি সাংসদ হীনা গাভিত, এস ফাঙ্গনন কোনায়ক, জামিয়াঙ্গ এল মুরুগান, টিডিপি সাংসদ রামমোহন নাইডু, বিএসপি সাংসদ রীতেশ পাণ্ডে ও বিজেডি সাংসদ সাসমিত পাত্র। এরপর তাঁদের সঙ্গে আড্ডা-হাসিঠাট্টা জুড়ে দেন মোদী। তার সঙ্গে চলে মধ্যাহ্নভোজও। শাস্তি বলতে অবশ্য প্রধানমন্ত্রী নিজের সঙ্গে মধ্যাহ্নভোজের কথাই বলেছিলেন।



এদিন লাঞ্চে ছিল, ভাত, ডাল, খিচুড়ি এবং রাগির তৈরি লাড্ডু। ৪৫ মিনিট ধরে চলে এই মধ্যাহ্নভোজ। মোদী যেহেতু নিরামিষাশী, তাই তাঁর সঙ্গে আটজন সাংসদও নিরামিষ খাবার খান।



এই সময় একেবারে হালকা মেজাজে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। আড্ডায় উঠে আসে তাঁর জীবনযাপনের না না কথা। তাঁর ঘুম থেকে ওঠা, খাওবার খাওয়া থেকে শুরু করে তাঁর দৈনিক রুটিনের কথা জানতে চান সাংসদরা। তবে এই সময় রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই সূত্রের খবর। লোকসভা নির্বাচনের আগে মোদীর এই সারপ্রাইজে বেজায় খুশি সাংসদরা।

upload
upload