Parliament : বাজেট অধিবেশনের আগে ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার
বাজেট অধিবেশনের আগে রাজ্যসভার ১১ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করলেন চেয়ারম্যান জগদীপ ধনখড় । আজ, সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর ভাষণে থাকার অনুমতি পায় ওই ১১ জন সাংসদ। সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের জন্য রাজ্যসভার রুলের ২০২ নম্বর এবং ২৬৬ নম্বর ধারা প্রয়োগ করেন ধনখড়।
সংসদের শীতকালীন অধিবেশনে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ‘অপরাধে’ সংসদের দুই কক্ষের মোট ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদের মধ্যেই রয়েছেন এই ১১ সাংসদ। অধ্যক্ষ ধনখড় সংবিধানে উল্লিখিত সংসদ পরিচালনা বিধির ২০২ এবং ২৬৬ ধারায় তাঁর বিশেষ ক্ষমতা ব্যবহার করে ওই ১১ রাজ্যসভা সাংসদকে আসন্ন বাজেট অধিবেশনে যোগদানের অধিকার ফিরিয়ে দিচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
Trending Tag
Maldives Parliament Viral Video: মলদ্বীপের পার্লামেন্টে নজিরবিহীণ ফাইট
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Parliament : বাজেট অধিবেশনের আগে ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার
Modi Lunch : সাংসদদের কী শাস্তি দিলেন মোদী?